নিউজ পোল ব্যুরো: শুধু লাভের আশায় দিন গুনছেন কৃষকরা (Farmer)! এবার জীবনের ঝুঁকি নিয়েই শিলিগুড়ির(Siliguri) দিকে রওনা দিয়েছেন কৃষকরা। জলপাইগুড়ির(Jalpaiguri) দোমোহানি থেকে পাহাড়পুর হয়ে ফুলকপি(Cauliflower) বোঝাই মোটরবাইক নিয়ে শিলিগুড়ির পথে পাড়ি দিচ্ছেন প্রশান্ত পাল নামে এক কৃষক (Farmer) ও ব্যবসায়ী (Businessman)। বুধবার সকালে প্রায় ২ কুইন্টাইলের বেশি ফুলকপি আট থেকে নয়টি ব্যাগে ভরে জাতীয় সড়ক ধরে শিলিগুড়ির বাজারের উদ্দেশ্যে রওনা হন তিনি।
আরও পড়ুন:Fulbari: ফুলবাড়িতে রাস্তা দিয়ে যাওয়ার পথে ব্যাগে যা দেখলেন মহিলা

কৃষক ও ব্যবসায়ী প্রশান্ত পাল জানান,জলাইগুড়ির (Jalpaiguri) বাজারে ফুলকপির দাম কম থাকার কারণে, তিনি সিদ্ধান্ত নেন জলপাইগুড়ির (Jalpaiguri) থেকে শিলিগুড়িতে গিয়ে ভালো দাম পাবেন। তবে, ফুলকপি বিক্রির আশায় জীবনের ঝুঁকি (Risk to life) নিয়ে পথে নেমেছেন এই কৃষক। মটরবাইকটি ফুলকপির বোঝায় ভারি হয়ে গিয়েছে,আর তার ফলে যাতায়াতের ক্ষেত্রে বেশ ঝুঁকি তৈরি হয়েছে। এমনকি আইন অমান্য করে তিনি একটি মোটরবাইকে (Motorbike) এত বেশি মাল পরিবহন করছেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এমন ঘটনা নতুন নয়, কৃষকরা (Farmer) প্রায়ই এই রকম ঝুঁকিপূর্ণ যাত্রায় বের হন। বাজারের অস্থিরতার (Restlessness) কারণে, তারা শিলিগুড়ি বা অন্য কোনো বাজারে গিয়ে তাদের উৎপাদিত ফসল (Produced crops) বিক্রি করতে চান। কিন্তু যাতায়াতের এই উপায়টি কতটা নিরাপদ? এই প্রশ্ন অনেকাংশের মতে।

আরও পড়ুন:Falta Incident: খড়ের গাদায় অগ্নিদগ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার
কৃষকদের এমন চিত্র নিঃসন্দেহে উদ্বেগের (Anxiety) বিষয়। একদিকে যেমন তাদের কঠোর পরিশ্রমের ফল পেতে সমস্যা, অন্যদিকে নিরাপত্তার অভাব। এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন (Administration) ও বাজার কর্তৃপক্ষের (Market Authority) উচিত কৃষকদের জন্য আরও নিরাপদ এবং সুবিধাজনক পরিবহন ব্যবস্থা তৈরি করা, যাতে তারা তাদের সঞ্চিত ফসল বিক্রির জন্য নির্দ্বিধায় বাজারে যেতে পারে।