Jalpaiguri News: বিয়েবাড়ির বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: জলপাইগুড়ির ৭৩ মোড় এলাকায়(Jalpaiguri News) বিয়েবাড়ির বাজি-পটকা (firecrackers) ফাটানোর ফলে এক বিশাল গাছে (big tree) বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire accident) ঘটে। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ এই ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা চরম উৎকণ্ঠায় পড়েন। সূত্রের খবর, মঙ্গলবার রাতে নববধূকে (bride) ঘরে নিয়ে যাওয়ার সময় বরের বাড়ির সদস্যরা আনন্দে বাজি-পটকা ফাটাচ্ছিলেন। সেই সময় হঠাৎ একটি পটকা রাস্তার ধারের এক সুবিশাল ও পুরনো গাছে গিয়ে পড়ে। শুকনো পাতা থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। গাছটি অত্যন্ত বড় হওয়ায় (huge tree) এবং ডালপালা শুকনো থাকায় (dry leaves & branches) আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে জ্বলতে থাকে।

আরও পড়ুন:- Cycling Adventure: বিশ্ব সচেতনতায় সাইকেল যাত্রা জোজোর

বিয়েবাড়ির অতিথিরা সহ (wedding guests) বরের পরিবারের সদস্যরা আতঙ্কে হতবাক হয়ে যান। একইসঙ্গে রাস্তার পাশে থাকা ব্যবসায়ীরা দ্রুত তাদের দোকানের মালপত্র সরানোর চেষ্টা করেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কাছাকাছি বাড়িঘরেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির(Jalpaiguri News) গুরুত্ব বুঝে স্থানীয়রা জলপাইগুড়ি দমকল বাহিনীকে (fire brigade) খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চারটি দমকল ইঞ্জিন (fire engines)। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। স্থানীয় বাসিন্দা প্রীতম দত্ত বলেন, “সাড়ে আটটা নাগাদ বিয়ে বাড়ির বর-কনেকে নিয়ে যাওয়ার সময় বাজি পোড়ানোর (fireworks display) ফলে আগুন ধরে যায়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় (traffic disruption)। ফায়ার ব্রিগেডের (firefighters) তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।” প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গাছটি বহু পুরনো হওয়ার পাশাপাশি তার ডালপালা সম্পূর্ণ শুকনো থাকায় (dry tree) আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এই অগ্নিকাণ্ডের জেরে প্রায় দুই ঘণ্টা ওই রাস্তায় যান চলাচল বন্ধ (road blockage) ছিল। তবে দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে এবং এলাকাবাসী, ব্যবসায়ী এবং বিয়েবাড়ির অতিথিরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এই ঘটনা(Japaiguri News) আবারও প্রমাণ করল যে বাজি-পটকা ফাটানোর সময় (firecracker safety) সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি, বিশেষ করে জনবহুল এলাকায় (crowded area)।