Fire in Train: টাটাগামী বক্সার-টাটানগর এক্সপ্রেসে ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা

breakingnews জেলা

নিউজ পোল ব্যুরো: ফের ট্রেনে যাত্রীদের মধ্যে ছড়াল আতঙ্ক। নেপথ্যে আগুন (Fire in Train)। জানা গিয়েছে পুরুলিয়ায় (purulia) ছাড়ার এলাকায় টাটাগামী বক্সার-টাটানগর এক্সপ্রেসে ধুঁয়া দেখা যায়। সেই ঘটনাকে কেন্দ্র করেই যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে উদ্ধার করা হয় যাত্রীদের।

জানা গিয়েছে, বুধবার দক্ষিণপুর আদ্রা ডিভিশনের অন্তর্গত আদ্রা – পুরুলিয়া শাখার উপর ছড়রা রেল স্টেশনের অদূরে ট্রেনের শৌচালয়ে আগুন লাগে । সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কামরায় । সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। যাত্রীদের মধ্যে দেখা দেয় আতঙ্ক । খবর পেয়ে দমকলের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ । ভারতীয় রেলওয়ে সূত্রে খবর বুধবার সাড়ে তিনটে নাগাদ ধোঁয়া দেখতে পান স্থানীয় গেটম্যান। তিনি ঝাড়খণ্ডের টাটাগামী ট্রেনের জেনারেল কামরার বাথরুমে কালো ধোঁয়া দেখেই চালককে খবর দেন। সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় ট্রেন। ট্রেন থেকে নিরাপদে উদ্ধার করা হয় যাত্রীদের। খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। সঙ্গে সঙ্গেই শুরু হয় আগুন নেভানোর কাজ।

আরও পড়ুনঃ Sukanta Majumdar: সুকান্তর উদ্যোগে মিলবে সহজেই আধার পরিষেবা

এলাকায় ব্যপক ভিড়ও জমে যায় ট্রেনে আগুন (Fire in Train) লাগার খবর পেয়ে। জানা গিয়েছে এই ঘটনায় কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে কি কারণে ট্রেনের কামরায় আগুন লেগেছে তা জানা যায়নি। তবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার সঠিক কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে। এক যাত্রী বলেছেন, “আমি স্লিপার কামরায় ছিলাম। শুনি ট্রেনে আগুন লেগেছে। জানতে পারি, শর্ট সাকিট থেকে আগুন ছড়িয়ে পড়ে।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/