নিউজ পোল ব্যুরো: রাজ্যজুড়ে ধর্ষণের ঘটনায় সাজা দেওয়ার ক্ষেত্রে নজির গড়ছে পকসো আদালতগুলি। হুগলীর গুড়াপে শিশুকে ধর্ষণ খুনের ৫৪ দিনের মাথায় সাজা ঘোষণা করেছিল চুঁচুড়া পকসো আদালত। গত বছর ডিসেম্বরে জয়নগরে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনার পর ৬২ দিনের মাথায় আদালিত ফাঁসির সাজা শুনিয়েছিল আদালত। আবারও এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ন’মাসের মধ্যে সাজা ঘোষণা করল আদালত। ঘটনা শিলিগুড়ির জলপাইগুড়ির (Jalpaiguri)।
নাবালিকাকে ধর্ষণের ন’মাসের মধ্যে সাজা ঘোষণা করল আদালত ৷ অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ৷ বুধবার নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এই সাজা ঘোষণা করেছে জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক রিন্টু সুর। এই প্রসঙ্গে সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, বিচারক সাজাপ্রাপ্ত বৃদ্ধকে ২০ হাজার টাকা জরিমানা এবং সেই সঙ্গে আরও দুই মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন । পাশাপাশি ওই নাবালিকাকে ৪ লক্ষ টাকা সাহায্য করার জন্য ডিস্ট্রিক লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন। সহকারি সরকারি আইনজীবী দেবাশিস দত্ত আরও জানান, ঘটনাটি ঘটেছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানা এলাকায় ২০২৪ সালের ১২ জুন। সেই ঘটনা নিয়ে নির্যাতিতার মা ভক্তিনগর থানায় অভিযোগ করেন। পুলিশের কাছে তিনি জানিয়েছিলেন, “জুনের শুরুতে একদিন তাঁর মেয়ে বাড়িতে একা ছিল ৷ তাঁর শাশুড়ি গরু নিয়ে মাঠে গিয়েছিলেন । সেই সময় প্রতিবেশী এক বৃদ্ধ তাঁর নাবালিকা মেয়েকে ডেকে নিয়ে যায় ৷ তার পর একটি গলির মধ্যে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে ।”
আরও পড়ুনঃ Fire in Train: টাটাগামী বক্সার-টাটানগর এক্সপ্রেসে ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা
জলপাইগুড়ির (Jalpaiguri) ওই মহিলার আরও অভিযোগ, তাঁর মেয়েকে ওই বৃদ্ধ ভয়ও দেখায় ৷ যাতে কাউকে এই নিয়ে কিছু না বলে ৷ কয়েকদিন পর আবার তাঁর মেয়েকে ধর্ষণের চেষ্টা করে ওই বৃদ্ধ ৷ নির্যাতিতা নাবালিকার মা জানান, একটি নির্মীয়মান বাড়িতে এই ঘটনা ঘটানোর চেষ্টা করেন ওই বৃদ্ধ ৷ এরপর মেয়েটি তার মাকে বিষয়টি খুলে বলে । এরপরেই নাবালিকার মা থানায় অভিযোগ দায়ের করেন । তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে৷ গত বছরের নভেম্বর মাসে এই বিষয়ে চার্জশিট দেওয়া হয় । অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় । পকসো আইনের চারটি ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় ৷ এই মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অবশেষে চার্জ গঠন হওয়ার তিনমাসের মধ্যে সাজা ঘোষণা হল। এদিন সাজাপ্রাপ্ত আসামি বলেন, ‘‘আমার কিছুই বলার নেই ।’’
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/