Kolkata: মালিকের মাথায় রিভলবার ঠেকিয়ে লুট ১৫ লক্ষ টাকা

অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: কলকাতায়(Kolkata) ঘটে চলেছে একের পর এক চাঞ্চল্য ঘটনা। দুঃসাহসিক ডাকাতির(Rubbery) ঘটনা সামনে এসেছে। ডাকাতরা এক বেসরকারি সংস্থার মালিককে মারধর করে মাথায় বন্দুক(gun) ঠেকিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে বড়বাজারের সিনাগগ স্ট্রিটের একটি বহুতলে দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটেছে। অভিযোগ এক বেসরকারি সংস্থায় ঢুকে মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে প্রায় ১৫ লক্ষ টাকা লুঠ করা হয়েছে। এই নিয়েই কলকাতার বড়বাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বড়বাজারের মত জায়গায় এই ধরনের ঘটনা কিভাবে ঘটল তা নিয়েই উঠছে প্রশ্ন। বড়বাজার থানা ও লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা সিসিটিভি খতিয়ে দেখছেন। সেখান থেকেই জানতে পারা গিয়েছে তিন যুবক বড়বাজারের সিনাগগ স্ট্রিটের
পাঁচতলায়র দিকে যায়। তিন জনের মধ্যে দু’জনের মাথায় সাদা টুপি ও একজনের মাথায় লাল টুপি দেখা গিয়েছে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী প্রথমে একজন অফিসের ভিতরে যায় তারপরেই আরও দুজন যায়। কিছুক্ষণ পর তিনজনকে ব্যাগ হাতে অফিসের বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। ওই পাচতলা ভবনে আরও অনেকেগুলি অফিস ছিল বলেও জানা গিয়েছে।

আরও পড়ুনঃ Falta Incident: খড়ের গাদায় অগ্নিদগ্ধ মহিলার মৃতদেহ উদ্ধার

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ব‌্যবসায়ী জানিয়েছেন, হঠাত করে তিনজনে অফিসে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ব‌্যবসায়ীর কথআ অনুযায়ী টেবিলে রাখা ছিল টাকার ব্যাগ। সেটাই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বাধা দেওয়া হলে ডাকাতরা তাঁর তাঁর হাত-পা বেঁধে মাথায় রিভলবার ঠেকিয়ে লুটপাট চালায়। ছিনিয়ে নেওয়া হয় ১৫ লক্ষ টাকার ব্যাগ। তার পরেই পালিয়ে যায় তারা। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান এই ডাকাতির সঙ্গে বিহারের যোগ থাকতে পারে। তিন অভিযুক্ত ডাকাতি করে কোন দিকে গিয়েছে তা সিসিটিভি ফুটেজ দেখে খুঁজে বের করার চেষ্টা চলছে। কলকাতার (Kolkata) অফিসে এই ধরনের ঘটনায় রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়েছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/