Income Tax Act: আপনার ইমেল,সোশাল মিডিয়া এখন সরকারের দখলে!

দেশ

নিউজ পোল ব্যুরো: নতুন আয়কর আইনে (Income Tax Act) আয়কর দফতরের (Income Tax Department) অফিসারদের জন্য এমন এক ক্ষমতা দেওয়া হয়েছে, যার মাধ্যমে তারা ব্যক্তিগত ইমেল আইডি (Email ID), ডিম্যাট অ্যাকাউন্ট (Demat Account) বা সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক (Facebook),ইনস্টাগ্রাম (Instagram) ইত্যাদির অ্যাকাউন্টে (Account) প্রবেশ করতে পারবে।

আরও পড়ুন:Earthquake: রাজ্যে আঘাত হানল দুটি ভূমিকম্প, আতঙ্কিত স্থানীয়রা

মোদি সরকারের (Modi government) পেশ করা এই নতুন আয়কর বিলটি (Income Tax Act) ১৯৬১ সালের আয়কর আইনকে (Income Tax Act)নতুনভাবে সাজানোর চেষ্টা হিসেবে পরিচিত। বর্তমানে এটি লোকসভার সিলেক্ট কমিটিতে (Sylhet Committee of Lok Sabha) আলোচনার জন্য পাঠানো হয়েছে। তবে বিরোধী দলগুলো এই বিলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তাদের মতে এটি ব্যক্তির গোপনীয়তা (Social Media) অনেক অধিকার লঙ্ঘন করবে কারণ সুপ্রিম কোর্ট (Supreme Court) তার একরায় ব্যক্তির গোপনীয়তা অধিকারকে সংবিধানের মৌলিক অধিকারের (Fundamental Rights) অন্তর্ভুক্ত করেছে।

আইন অনুসারে, আয়কর অফিসাররা সন্দেহভাজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বাড়িতে গিয়ে দরজার তালা ভেঙে সিন্দুক বা অন্যান্য নিরাপদ জায়গা থেকে হিসেব বহির্ভূত টাকা, সোনা, গয়না বা অন্যান্য মূল্যবান সামগ্রী (valuable content)খুঁজে বের করতে পারবেন। নতুন আইনে আয়কর দফতরকে এই ক্ষমতা আরও বিস্তৃত করা হচ্ছে। তারা এখন ব্যক্তির ইমেল, সোশ্যাল মিডিয়া (Social Media)অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট,অনলাইন বিনিয়োগ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভেঙে ঢুকে পড়তে পারবে, যদি তাদের সন্দেহ হয় যে সেই অ্যাকাউন্টে হাইকোর্ট ফাঁকি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Naxal blast: অভিযান চলাকালীন মাওবাদী হামলা, আহত ৩ জওয়ান

এমন পরিস্থিতি নিয়ে সিপিএম (CPIM) নেতৃবৃন্দ সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই আইনটি (Income Tax Act) ব্যক্তি স্বাধীনতার উপর অত্যাধিক হস্তক্ষেপ করবে এবং এটি নজরদারি রাষ্ট্রের দিকে ঠেলে দেবে। তারা এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। ইতিমধ্যেই বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডার নেতৃত্বে লোকসভার সিলেক্ট কমিটি এই বিল নিয়ে একবার আলোচনা করেছেন এবং চলতি সপ্তাহের সিলেক্ট কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বণিকসভা,সিআইআই, ফিকি এবং অন্যান্য প্রতিষ্ঠানের মতামত শোনা হবে।