নিউজ পোল ব্যুরো: জলপাইগুড়ি বন বিভাগের (Jalpaiguri Forest Division) অধীনে গোরুমারা (Gorumara National Park) এবং চাপরামারী (Chapramari Wildlife Sanctuary) বন্যপ্রাণী অভয়ারণ্যে গন্ডার শুমারি (Rhino Census) আজ, বুধবার, ৫ মার্চ শুরু হয়েছে। এই শুমারি চলবে আগামীকাল, ৬ মার্চ, বৃহস্পতিবার পর্যন্ত। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুই দিন পর্যটকদের (Tourists) জন্য বনাঞ্চলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। গোরুমারা জাতীয় উদ্যান (Gorumara National Park) এবং চাপরামারী অভয়ারণ্যের পাশাপাশি জলপাইগুড়ি বিভাগের নাথুয়া রামশাই (Nathua Ramshai) এবং আশেপাশের বনাঞ্চলেও এই গন্ডার শুমারি পরিচালিত হচ্ছে। বন দফতর আশাবাদী যে গন্ডারের সংখ্যা (Rhino Population) পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:- Malda News: চাষের জমি থেকে উদ্ধার নগ্ন দেহ
গোরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও (DFO) দ্বিজ প্রতিম সেন (Dwij Pratim Sen) জানিয়েছেন, সঠিক ও নির্ভুল গণনার জন্য ট্র্যাপ ক্যামেরা (Trap Camera), কুনকি হাতি (Kunki Elephants), হাঁটা টহল (Foot Patrolling) এবং যানবাহন (Vehicles) ব্যবহার করে বনকর্মীদের ৩৭টিরও বেশি দল মোতায়েন করা হয়েছে।বন বিভাগ সূত্রের খবর, ২০২২ সালে অনুষ্ঠিত সর্বশেষ গন্ডার শুমারিতে গোরুমারা জাতীয় উদ্যানে ৫৫টি গন্ডারের অস্তিত্ব নথিভুক্ত হয়েছিল। এবার সেই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। শুমারিকে(Rhino Census) সফলভাবে সম্পন্ন করতে দক্ষিণ ধোপঝোড়া হাতি ক্যাম্পে (South Dhupjhora Elephant Camp) দুই দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ শিবির (Training Camp) আয়োজন করা হয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
প্রথম দিনে বনকর্মী (Forest Staff) এবং বন রক্ষা কমিটির সদস্যরা (Forest Protection Committee) প্রশিক্ষণ নিয়েছেন। দ্বিতীয় দিনে পরিবেশবাদী সংগঠনের সদস্যদের (Environmental Organizations) প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গোরুমারা এবং চাপরামারীর এই গন্ডার শুমারি(Rhino Census) বন বিভাগ এবং পরিবেশবিদদের নিবিড় পর্যবেক্ষণে (Close Monitoring) রয়েছে। আধুনিক প্রযুক্তি (Modern Technology) এবং বনকর্মীদের প্রচেষ্টায় এই আদমশুমারির সঠিক তথ্য সংগ্রহ করা হবে। বন বিভাগ সকল পর্যটকদের অনুরোধ করেছে, নির্দিষ্ট সময় পর্যন্ত গোরুমারা ও চাপরামারী বনাঞ্চলে প্রবেশ এড়িয়ে চলতে এবং বন্যপ্রাণী সংরক্ষণ (Wildlife Conservation) প্রচেষ্টাকে সমর্থন করতে।