নিউজ পোল ব্যুরো: রাজ্যে ফের শ্যুট আউটের (Shot Out) ঘটনা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া উচ্চপলের ঘটনাকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্বরূপনগরে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। সাতসকালে গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধাবার সকালে স্বরূপনগরে ব্লকের দত্তপাড়া উচুপোলের কাছে আচমকা গুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা ছুটে গিয়ে দেখেন গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন এলাকারই এক যুবক। এই খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। মৃত যুবককে ইসারুল গাজী নামে চিহ্নিত করা হয়েছে। তাঁর বাড়ি স্বরূপনগরের তারালিতে। সাত সকালে কেন এই খুন করা হল তা নিয়েই উঠছে প্রশ্ন। এই হত্যার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে নাকি পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এলাকার এক বাসিন্দা বলছেন, “আমি মাঠে গিয়েছিলাম। হঠাৎ শুনছি গুলি চলেছে। খবর শুনেই ছুটে এসে দেখি এই কাণ্ড। কে করল, কেন করল বুঝতে পারছি না।” এলাকার মানুষ যুবককে দেখে স্বরূপনগরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ Naxal blast: অভিযান চলাকালীন মাওবাদী হামলা, আহত ৩ জওয়ান
এলাকার আর এক বাসিন্দা বলছেন, “আমি কাজ করছিলাম। তখন দেখি আচমকা চার পাঁচজন এসেছে। ইসারুলকে গালাগালিও করছিল। মারধরও করে। দলে ওরা প্রায় ৫ থেকে ৬ জন ছিল। তারপরই আচমকা আওয়াজটা হল। গুলি করার পরেই স্বরূপনগরের দিকে পালিয়ে যায়।” খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতের পরিবারের সদস্যদ ও এলাকার বাসিন্দাদের। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে বাইকে করে ৫-৬ জন যুবকের একটি দল গ্রামে ঢোকে। জানা গিয়েছে বেশিরভাগই অপরিচিত। তারা নাকি কথাও বলেও ইসারুলের সঙ্গে। কথা বলতে বলতেই নাকি ঘটে যায় এ ঘটনা(Shot Out)।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/