নিউজ পোল ব্যুরো: বালুরঘাট (Balurghat) লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সাধারণ মানুষের আধার কার্ড (Adhar Card) সংক্রান্ত সমস্যা (Problem) গুলোর সমাধান করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ (Initiative) গ্রহণ করেছেন। আধার কার্ডে ভুল সংশোধন (Error correction),নতুন কার্ড (New card) তৈরির সমস্যা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে তিনি তার সাংসদ কার্যালয়ে একটি বিশেষ ক্যাম্পের (Camp) আয়োজন করেছেন। এই ক্যাম্পটি (Camp) আধার অথরিটি (Aadhaar Authority) এবং পোস্ট অফিসের (Post office) সহযোগিতায় পরিচালিত হচ্ছে যা জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা (Important benefits) প্রদান করছে।
আরও পড়ুন:Burdwan Municipality: পৌরসভায় সীমাহীন দুর্নীতি, বড় আন্দোলনের হুঁশিয়ারি দিল কংগ্রেস

আধার কার্ডে (Adhar Card) ভুল বা পরিবর্তন প্রয়োজন এমন অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন কারণে তাদের আধার সংক্রান্ত সমস্যা (Problem) সমাধান (Solved) করতে পারছেন না। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) তাই নিশ্চিত করেছেন এই ক্যাম্পে (Camp) অংশগ্রহণকারী মানুষরা সহজেই তাদের সমস্যার (Problem) সমাধান করতে পারবেন, যারা আধার কার্ডের (Adhar Card) জন্য আবেদন করতে চান কিংবা যাদের কার্ডে কোনো ভুল রয়েছে, তারা এখানে এসে সঠিক সহায়তা পেতে পারবেন। এই ক্যাম্পে আধার সংক্রান্ত সব ধরণের কাজ যেমন আধার সংশোধন (Aadhaar correction), নতুন কার্ড তৈরি কিংবা অন্য যে কোনো সমস্যা সমাধান করা হবে।
তবে এই উদ্যোগের মূল লক্ষ্য শুধুমাত্র বালুরঘাট (Balurghat) শহর নয় বরং পুরো লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলেও এই ধরণের ক্যাম্পের (Camp) আয়োজন করা হবে। এতে করে বিভিন্ন এলাকার মানুষ সহজেই তাদের আধার (Adhar) সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবেন এবং সরকারের বিভিন্ন সুবিধা গ্রহণের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।

আরও পড়ুন:Malda News: চাষের জমি থেকে উদ্ধার নগ্ন দেহ
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এই উদ্যোগটি সাধারণ মানুষের জন্য একটি বড় সুযোগ এনে দিয়েছে, বিশেষ করে যারা গ্রামে বা শহরের বাইরে বসবাস করেন এবং আধার (Adhar) সংক্রান্ত সমস্যাগুলোর জন্য দূরবর্তী অফিসে যাওয়ার সুযোগ পান না। সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষ সরকারি পরিষেবা দ্রুত এবং সহজভাবে গ্রহণ করতে পারবেন, যা তাদের জীবনকে আরো সহজতর করে তুলবে।