নিউজ পোল ব্যুরো: আমাদের মুখের অতিপরিচিত একটি বিষয় হল লালা(Saliva) বা থুতু(Spit) নিঃসরণ। এই লালা বা থুতু খাবার চিবিয়ে(Chewing Food) খেতে সাহায্য করে। পাশাপাশি মুখের স্বাস্থ্যকেও(Oral Health) ভালো রাখে লালা। শিশুদের মুখ থেকে লালা নিঃসরণ(Salivation) খুব স্বাভাবিক ঘটনা বলেই ধরা হয়। কিন্তু আপনি কি জানেন শিশুদের মুখ থেকে লালা সর্বক্ষণ নিঃসরণ কোনোমতেই স্বাভাবিক বিষয় নয়। মাত্রাতিরিক্ত লালা নিঃসরণ শিশুদের ছ’মাস বয়েসের আশেপাশে হতে পারে। কারণ ছ’মাস বয়েসের পর তাদের দাঁত(Teething in Babies) ওঠা শুরু করে। এই সময় তাদের হাতের কাছে যেকোনো বস্তুকেই তারা কামড়ে ধরতে চায়। এই সময় কিছুটা সুরসুর ভাবও শিশুরা অনুভব করে থাকে। পাশাপাশি জ্বরও আসতে পারে।
আরও পড়ুন:- Tinnitus: নীরব পরিবেশেও কানে বাজছে শব্দ? সতর্ক হোন এখনই
শিশুদের খুব দ্রুত ঠান্ডা বা সর্দি লেগে যায়। এই সময় তাদের অনবরত নাক দিয়ে জল পড়ে(Runny Nose), নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অ্যালার্জির(Allergy) সমস্যা হয়। এই বিষয়গুলির জন্য শিশুদের মুখ থেকে লালা নিঃসরণ বেশি হতে পারে। যদি কোনো শিশুর স্নায়ুর সমস্যা থাকে তাহলে লালা নিঃসরণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষত ফেসিয়াল নার্ভ(Facial Nerve), সেরিব্রাল পালসি(Cerebral Palsi), ট্রাইজেমিনাল নার্ভের(Trigeminal Nerve) সমস্যায় এমন লালা নিঃসরণ(Salivation) হতে পারে। ধরুন আপনার শিশুর মুখের ভিতর কোনো ক্ষত(Oral Ulcer) হয়েছে। এমন কারণেও অতিরিক্ত লালা নিঃসরণ হতে পারে। মুখের ভিতর সাইনাস(Sinus Infection) বা টনসিলের(Tonsillitis) সমস্যা দেখা গেলে অতিরিক্ত লালা নিঃসরণ হতে পারে। আবার যদি টকজাতীয় বা একটু লোভনীয় খাবার খেলেও লালা বেশি ঝরা লক্ষ্য করা যায়। আবার যদি আপনার দাঁতে করানো থাকে নতুন ফিলিং, ঠোঁট যদি ঠিকমতো বন্ধ না হয়(Lip Closure Issues), কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার জেরেও অতিরিক্ত লালাক্ষরনের ঘটনা ঘটে থাকে। এই সব কারণের জন্য হলেও তা স্বাভাবিক ঘটনা।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
তবে এমন কিছু ঘটনার সম্মুখীন হলে ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। ডেন্টাল চিকিৎসকই খুঁজে বের করতে সাহায্য করবে প্রয়োজনীয় কারণ। এমন খাবার যা থেকে অতিরিক্ত লালা নিঃসরণ(Salivation) হতে পারে সেই খাবার থেকে দূরে থাকুন। মুখের স্বাস্থ্যের যত্ন নিন(Oral Hygiene)। নরম টুথব্রাশ দিয়ে দাঁত মাজুন। আর পেস্টের জায়গায় ব্যবহার করুন ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট(Fluoride Toothpaste)।