Holi Special Train: দোল উৎসবে দক্ষিণ-পূর্ব রেলের স্পেশাল ট্রেন!

রাজ্য

নিউজ পোল ব্যুরো: দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Railway) কর্তৃপক্ষ হোলি (Holi) উৎসব উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন (Holi Special Train) চালানোর ঘোষণা করেছে। আসন্ন দোল উৎসবের (Holi Festival) জন্য একাধিক স্পেশাল ট্রেন (Holi Special Train) চলাচল করবে। এই ট্রেনগুলি শুধুমাত্র নির্দিষ্ট রুটে চলবে এবং যাত্রীদের টিকিট বুকিং (Ticket Booking) আগেভাগে নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন:Malda Road Accident: সাত সকালেই মালদায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা

চেরলা-শালিমার-চেরলাপল্লি, চেরলাপল্লি-সাঁতরাগাছি-চেরলাপল্লি এবং সাঁতরাগাছি-দ্বারভাঙা-সাঁতরাগাছি রুটে বিশেষ ট্রেন (Holi Special Train) চলবে। সংশ্লিষ্ট ট্রেনগুলির সময়সূচি এবং রুটে চলাচল সম্পর্কিত বিস্তারিত তথ্য নিম্নরূপ:

০৭৭০৩/০৭৭০৪ চেরলাপল্লি-শালিমার-চেরলাপল্লি স্পেশাল:
চেরলাপল্লি থেকে: ৯ মার্চ ও ১৬ মার্চ, রাত ৭:৪৫ মিনিটে। শালিমার পৌঁছাবে পরবর্তী দিন দুপুর ২:০০ টায়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

শালিমার থেকে: ১১ মার্চ ও ১৮ মার্চ, ভোর ৫:০০ টায়। চেরলাপল্লি পৌঁছাবে পরবর্তী দিন সকাল ৮:১০ মিনিটে। এই ট্রেনটি যাত্রাপথে সাঁতরাগাছি,খড়্গপুর ও জালেশ্বর স্টেশনে থামবে।

০৭৭০৫/০৭৭০৬ চেরলাপল্লি-সাঁতরাগাছি-চেরলাপল্লি স্পেশাল:
চেরলাপল্লি থেকে: ৭ মার্চ ও ২১ মার্চ,সকাল ৭:১৫ মিনিটে। সাঁতরাগাছি পৌঁছাবে পরবর্তী দিন সকাল ১০:৩০ মিনিটে।

সাঁতরাগাছি থেকে: ৮ মার্চ ও ২২ মার্চ,দুপুর ১২:৩৫ মিনিটে। চেরলাপল্লি পৌঁছাবে পরবর্তী দিন বিকেল ৪:৪০ মিনিটে। এই ট্রেনটি খড়্গপুর ও জালেশ্বর স্টেশনে থামবে।

আরও পড়ুন:Bengal Weather: দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল!

০২৮২৭/০২৮২৮ সাঁতরাগাছি-দ্বারভাঙা-সাঁতরাগাছি হোলি স্পেশাল:
সাঁতরাগাছি থেকে: ১২ মার্চ,সকাল ৭:৩০ মিনিটে। সাঁতরাগাছি পৌঁছাবে একই দিন সন্ধ্যা ৭:০৫ মিনিটে।

দ্বারভাঙা থেকে:১২ মার্চ,রাত ৮:২০ মিনিটে। সাঁতরাগাছি পৌঁছাবে পরবর্তী দিন সকাল ৯:০০ টায়। এই বিশেষ ট্রেনটি ডানকুনি,বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি,ঝাঝা ,কিয়ুল,বরৌণি এবং সমস্তিপুর স্টেশনে থামবে।