নিউজ পোল ব্যুরো: গোটা বিশ্ব (World) এখন হাতের মুঠোয়। হাতে হাতে মোবাইল (Mobile)। একটা ফোনেই দেশ এবং বিদেশের যে কারও সঙ্গে যোগাযোগ করা এখন সেকেন্ডের অপেক্ষা। কিন্তু ইনকামিং কল (Incoming Call) হোক বা আউটগোয়িং কল (Outgoing Call), আপনি কি জানেন কলের সময় মোবাইল নম্বরের সামনে +৯১ (Indian Calling Code) কেন আসে?
আরও পড়ুন:Mount Everest: পৃথিবীর গোপন পর্বতের সন্ধান! জানেন কোথায়?
আমরা সবাই জানি, এই কোডের (Indian Calling Code) মাধ্যমে ভারতীয় কলগুলি চিহ্নিত হয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন ঠিক এই কোডটিই ব্যবহার হয়? আসলে +৯১ (Indian Calling Code) হল ভারতের আন্তর্জাতিক ফোন কলিং কোড। পৃথিবী জুড়ে প্রতিটি দেশের ফোন নম্বরের শুরুতে একটি নির্দিষ্ট আন্তর্জাতিক কোড থাকে যা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (International Telecommunication Union) দ্বারা নির্ধারিত হয়।

আইটিইউ বিশ্বের সবগুলো দেশকে ৯টি ভৌগোলিক অঞ্চলে Geographical region ভাগ করেছে। প্রতিটি অঞ্চলের কোড শুরু হয় নির্দিষ্ট সংখ্যা দিয়ে। ভারতের (India) কোড +৯১, পাকিস্তানের (Pakistan)কোড +৯২, আফগানিস্তানের (Afghanistan) কোড +৯৩ ইত্যাদি। দক্ষিণ, মধ্য, পশ্চিম ও মধ্যপ্রাচ্য এশিয়ার দেশগুলো এই অঞ্চলের অন্তর্ভুক্ত। এই কোড নির্ধারণের ক্ষেত্রে, আইটিইউ দেশের জনসংখ্যা, ভূগোল, টেলিকমিউনিকেশন সিস্টেম এবং অন্যান্য নীতিগত বিষয়গুলো বিবেচনা করে।

তবে ভারত কেন +৯১ কোড পেয়েছে এর পেছনে কি নির্দিষ্ট কোন কারণ আছে? এক সময় ভারতীয় উপমহাদেশের অবকাঠামো এবং টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক (Telecommunications network) অত্যন্ত শক্তিশালী ছিল,যা অন্যান্য অনেক দেশের তুলনায় কিছুটা এগিয়ে ছিল। এই কারণেই ভারতকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয় এবং +৯১ কোড প্রদান করা হয়।
আরও পড়ুন:Blue Ghost: মহাকাশযান ব্লু-গোস্ট চাঁদের মাটিতে!

আজকাল ভারতীয় টেলিকমিউনিকেশন খাতে ব্যাপক উন্নতি হওয়ায় প্রতি দিন লক্ষ লক্ষ ফোন কল আসে। তবে এ ধরনের অজানা বা সন্দেহজনক নম্বর থেকে ফোন কল এলে সতর্ক থাকা উচিত। অনেক সময় এসব ফল স্ক্যাম (Scam) বা প্রতারণামূলক হতে পারে। বিশেষত বিভিন্ন ধরনের অনলাইন স্ক্যান (Online scan) এবং জালিয়াতি বর্তমানে খুব সাধারণ ঘটনা তাই এই ধরনের কল রিসিভ করার আগে সতর্ক হওয়া জরুরি।