Malda: জয়ের আনন্দে বিপদ, বাজি থেকে আগুনে পুড়ে ৩ দোকান

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ২৫ বছর পর ভারতের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champion Trophy) শিরোপা ফিরে এসেছে। নিউজিল্যান্ডকে (New Zealand) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল। ম্যাচের শেষে দেশের মানুষ আনন্দে মেতে ওঠে। শোরগোল আর উৎসাহে একে অপরকে শুভেচ্ছা জানায়। কিছু মানুষ বাজি এবং পটকা ফাটিয়ে উদযাপন শুরু করেন। কিন্তু এই আনন্দের মধ্যেই ঘটে এক অঘটন। বাজি ফাটাতে গিয়ে একটি ফুলকি, মালদহের (Malda) হকার্স মার্কেটে ছড়িয়ে পড়ে এবং তাতে আগুন লেগে যায়।

আরও পড়ুন:Google: কোয়ান্টাম কাউন্টিংয়ে নতুন দিগন্ত

মালদহের (Malda) ফোয়ারা মোড়ের কাছে হকার্স মার্কেটের অনেক দোকানপাট রয়েছে এবং সেখানকার ব্যবসায়ীরা জানাচ্ছেন যে, রবিবার রাতের দিকে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champion Trophy) জয় উদযাপন করতে স্থানীয়রা সেখানে জমায়েত হন। ভারতীয় দলের জয় উদযাপন করতে তারা বাজি ফাটাতে শুরু করেন। আচমকা একটি বাজির ফুলকি এক দোকানে পড়ে, আর তারপর থেকেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের অন্যান্য দোকানগুলোতে। আতঙ্কিত হয়ে স্থানীয়রা দমকল বিভাগের (Fire Department) খবর পাঠান। দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন:Shalik: শালিক শুভ না অশুভ? জানুন বিস্তারিত

মালদায় (Malda) এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে তিনটি দোকান। অত্যন্ত দুঃখিত এবং হতাশ, কারণ তারা এই দুর্ঘটনার কারণে তাদের আর্থিক ক্ষতির (Financial loss) সম্মুখীন হয়েছেন। একইসঙ্গে, তারা আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তার জন্য কিছু ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভারতের এই চ্যাম্পিয়ন্স ট্রফি জয় প্রমাণ করল দলের শক্তি এবং মনোবল। দীর্ঘ ২৫ বছর পর এই শিরোপা জয়ের পর ভারতীয় ক্রিকেট দলের কৃতিত্বের প্রশংসা করেছেন প্রাক্তন খেলোয়ার এবং রাজনৈতিক নেতৃত্ববৃন্দ।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/