নিউজ পোল ব্যুরো: বড়সড় অস্ত্র উদ্ধার শিয়ালদহ স্টেশনে (Sealdah Station)। বিহারের মানসিং জেলা থেকে মালদহ কালিয়াচক হয়ে বিপুল পরিমাণ অস্ত্র ট্রেনে নিয়ে আসা হচ্ছিল। সোমবার ভোরে শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) ট্রেন (Train) থেকে নামার সময় এক যুবককে গ্রেফতার (Arrest) করা হয়, যার ব্যাগে জামাকাপড়ের আড়ালে ছিল প্রচুর অস্ত্র। এই অস্ত্রগুলোর মধ্যে ছিল ৮ রাউন্ড তাজা কার্তুজ, ৬টি ৯ মিলিমিটার পিস্তল এবং দুটো এক শটগান। এসব অস্ত্র বিহারের (Bihar) খাগারিয়া জেলায় তৈরি হয়েছিল এবং সেগুলো সড়ক পথে মানসিং জেলা হয়ে শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) ট্রেনে তোলা হয়েছিল।
আরও পড়ুন: HAL Recruitment 2025: HAL-এ চাকরির সুবর্ণ সুযোগ
গোটা অপারেশনটির পিছনে ছিল হাসান শেখ নামক এক ব্যক্তির নেতৃত্ব। তার মাধ্যমে এই বিপুল পরিমাণ অস্ত্র পাচার করা হচ্ছিল। আগাম খবর পেয়ে এসটি এফ (স্পেশাল টাস্ক ফোর্স) পূর্ব পরিকল্পনায় কাজ শুরু করে এবং ট্রেনের গতিবিধির (Train movement) ওপর নজর রাখছিল। যাত্রীর মতো আচরণ করতে করতে এক সময় হাসান শেখ শিয়ালদহ স্টেশনে পৌঁছান এবং তার ব্যাগে এসব অস্ত্র ছিল। স্টেশনে ট্রেন ঢোকার পরই এসটি এফ সদস্যরা অভিযান শুরু করে। অভিযানে হাসান শেখকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
আরও পড়ুন: Corbin Bosch: পিসিবির কড়া পদক্ষেপ, বিপাকে মুম্বাই ইন্ডিয়ান্স অলরাউন্ডার
এটি একটি বড় ধরনের চাঞ্চল্যকর ঘটনা, যার মাধ্যমে অবৈধ অস্ত্র পাচারের নেটওয়ার্কের একটি বড় অংশ প্রকাশ পায়। শিয়ালদহ স্টেশন থেকে অস্ত্র উদ্ধার হওয়ার পর, পুলিশ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী (Law enforcement) ঘটনাটি তদন্ত করছে এবং এর সাথে যুক্ত অন্যান্য সন্দেহভাজনদের চিহ্নিত করার চেষ্টা করছে। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা (Strict measures) নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে এমন অপরাধগুলির পুনরাবৃত্তি রোধ করা যায়।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/