নিউজ পোল ব্যুরো: ২৭ কোটিতে তাঁকে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG)। কিন্তু প্রথম ম্যাচেই ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ব্যাট হাতে ‘শূন্য’ রান করেন। পরে তাঁর ভুলেই ম্যাচ (LSG vs DC) বেরিয়ে যায় লখনউয়ের হাত থেকে। শেষ ওভারে সহজ স্টাম্পিং করে বসেন ভারতীয় উইকেট রক্ষক (Indian Wicket Keeper)। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ম্যাচ জেতে এক উইকেটে। যারপরেই লখনউ মালিক সঞ্জীব গোয়েংকাকে (Sanjiv Goenka) পন্থের সঙ্গে কথা বলতে দেখা যায়। যা গত আইপিএলে ‘রাহুল-গোয়েংকা’ স্মৃতি উস্কে দেয়।
আরও পড়ুন: DC vs LSG: আশুতোষের লড়াইয়ে হারা ম্যাচ জিতল দিল্লি
গতবছর সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে দশ উইকেটে হারের পর অধিনায়ক কে এল রাহুলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এলএসজি মালিক সঞ্জীব গোয়েংকার। পরে রাহুলকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ১৪ কোটিতে দিল্লি ক্যাপিটালস দলে নেয় তাঁকে। অন্যদিকে ২৭ কোটির রেকর্ড দামে দিয়ে দিল্লি থেকে ঋষভ পন্থকে দলে নেয় লখনউ। সোমবার রাতে ৬৫ রানের মধ্যে পাঁচ উইকেট ফেলে দিয়েও দিল্লিকে হারাতে ব্যর্থ হয় সুপার জায়ান্টরা (DC vs LSG)। এখানেই প্রশ্ন উঠছে পন্থের নেতৃত্ব নিয়ে। দুই উইকেট নেওয়া শার্দুল ঠাকুরকে কেন মাত্র দু’ওভারের বেশি বল দেওয়া হল না সেদিকে উঠছে আঙুল।

শেষ দু’ওভারে ২২ রান দরকার ছিল দিল্লির। চার, ছয়ের বন্যা ছোটাচ্ছেন আশুতোষ শর্মা। কিন্তু হাতে উইকেট নেই। এমন পরিস্থিতিতে ওভার থাকা সত্ত্বেও অভিজ্ঞ শার্দুল ঠাকুরের হাতে বল তুলে না দিয়ে অনভিজ্ঞ প্রিন্স যাদবকে নিয়ে আসেন পন্থ। ১৬ রান আসে তাঁর ওভার থেকে। শেষ ওভারে দিল্লির জয়ের জন্য বাকি ছিল মাত্র ছয় রান। হাতে ছিল মাত্র এক উইকেট। এখানেই আরও একটি মারাত্মক ভুল করে বসেন অধিনায়ক পন্থ। শেষ ওভারের প্রথম বলে মোহিত শর্মাকে স্টাম্প করার সুযোগ হাতছাড়া করেন তিনি। বল ধরতেই পারেননি পন্থ। মোহিতকে আউট করতে পারলে জিতে যেত লখনউ (DC vs LSG)।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

পরে দেখা যায় ম্যাচ (DC vs LSG) শেষে মাঠের মধ্যে অধিনায়ক পন্থ, কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কথা বলছেন মালিক সঞ্জীব গোয়েংকা। যা দেখে গুঞ্জন শুরু হয়ে যায় নেটপাড়ায়। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তড়িঘড়ি আসরে নামে লখনউ টিম ম্যানেজমেন্ট এবং খোদ গোয়েংকা মশাই। সমাজ মাধ্যমে ছবি পোস্ট করে লেখা হয়, “মাঠের মধ্যে লড়াই থাকলেও মাঠের বাইরে বন্ধুত্ব অটুট আছে।“ যে ছবিতে দেখা যাচ্ছে পন্থ এবং বিপক্ষ দলের স্পিনার কুলদীপ যাদবের সঙ্গে হাসি-ঠাট্টা করছেন লখনউ মালিক। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টাম্প মিস সম্পর্কে পন্থ বলেন, “এইধরণের জিনিষ ক্রিকেটে ঘটে থাকে। ভাগ্যের ব্যাপার। কিছু করার থাকে না সবসময়।“