নিউজ পোল ব্যুরো: হাওড়া (Howrah) ও খড়গপুর (Kharagpur) ডিভিশনের ট্রেন যাত্রীদের জন্য বড় আপডেট। পূর্ব রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, সাঁতরাগাছি (Santragachi) স্টেশনে ইন্টারলকিং (Interlocking) ও নন-ইন্টারলকিং (Non-Interlocking) কাজের জন্য একাধিক লোকাল (Local Trains) ও দূরপাল্লার ট্রেন (Long-Distance Trains) বাতিল করা হচ্ছে (Howrah Train Cancellation)। এছাড়াও, বেশ কিছু ট্রেনের যাত্রাপথ (Route Change) পরিবর্তিত হতে চলেছে। সাঁতরাগাছি স্টেশনে চলমান উন্নয়নমূলক কাজের ফলে ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল (Train Cancellation) করা হচ্ছে। যেসব লোকাল ট্রেনের (EMU Local) গন্তব্য হাওড়া (Howrah) ছিল, তাদের মধ্যে অনেকগুলোর যাত্রা সাঁতরাগাছিতে (Howrah Train Cancellation) শেষ হবে বা শুরু হবে।
আরও পড়ুন:- WB Train Cancellation: টানা ১৯ দিন ট্রেন বাতিল!
কোন কোন লোকাল ট্রেনের যাত্রাপথ পরিবর্তিত হচ্ছে?
৩ মে ও ৫ মে → 38402 পাঁশকুড়া-হাওড়া EMU (Panskura-Howrah EMU) সাঁতরাগাছিতে যাত্রা শেষ করবে। 38905/38908 হাওড়া-আমতা-হাওড়া EMU (Howrah-Amta-Howrah EMU) সাঁতরাগাছি থেকে ছাড়বে এবং সাঁতরাগাছিতেই ফিরে আসবে। ১১ ও ১৭ মে →আদ্রা-হাওড়া এক্সপ্রেস (Adra-Howrah Express), হাওড়া-আদ্রা এক্সপ্রেস (Howrah-Adra Express), ভদ্রক-হাওড়া এক্সপ্রেস (Bhadrak-Howrah Express), হাওড়া-ভদ্রক এক্সপ্রেস (Howrah-Bhadrak Express),এইসব ট্রেনের যাত্রাপথ খড়গপুর (Kharagpur) পর্যন্ত সীমিত থাকবে।

১১ মে →আমতা-হাওড়া (Amta-Howrah),খড়গপুর-হাওড়া (Kharagpur-Howrah), হলদিয়া-হাওড়া (Haldia-Howrah), পাঁশকুড়া-হাওড়া (Panskura-Howrah), হাওড়া-মেদিনীপুর (Howrah-Medinipur), মেচেদা-হাওড়া (Mecheda-Howrah) উপরের সমস্ত লোকাল ট্রেন সাঁতরাগাছি থেকে ছাড়বে ও ফিরবেও সাঁতরাগাছিতেই। ১৭ মে →আমতা-হাওড়া (Amta-Howrah) আপ-ডাউন বেশ কিছু লোকাল সাঁতরাগাছি থেকে চলবে ও সাঁতরাগাছিতেই ফিরে আসবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
দূরপাল্লার ট্রেন বাতিলের তালিকা (Long-Distance Train Cancellations)
২ মে থেকে ১৮ মে পর্যন্ত দফায় দফায় বাতিল হচ্ছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। এর মধ্যে রয়েছে— পুরী-শালিমার উইকলি স্পেশাল (Puri-Shalimar Weekly Special), সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস (Santragachi-Purulia-Howrah Rupashi Bangla Express), হাওড়া-ঘাটশিলা-হাওড়া মেমু (Howrah-Ghatshila-Howrah MEMU), হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস (Howrah-Digha Kandari Express), দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস (Digha-Howrah Tamralipta Express), পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস (Puri-Shalimar Dhauli Express)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ট্রেন ধরার পরিকল্পনা করুন। যারা হাওড়া থেকে যাত্রা করবেন, তারা আগে থেকে দেখে নিন যে তাদের ট্রেন হাওড়া থেকে ছাড়বে, নাকি সাঁতরাগাছি থেকে। অনেক লোকাল ট্রেন হাওড়া পর্যন্ত পৌঁছাবে না, সাঁতরাগাছিতেই যাত্রা শেষ করবে (Howrah Train Cancellation)। একইভাবে, দূরপাল্লার ট্রেন বাতিলের বিষয়টি মাথায় রেখে অনলাইনে ট্রেনের স্ট্যাটাস (Train Status) দেখে নেওয়া বাঞ্ছনীয়। সাঁতরাগাছি স্টেশনে চলতে থাকা ইন্টারলকিং ও নন-ইন্টারলকিং কাজের জন্য এই সাময়িক অসুবিধা সৃষ্টি হচ্ছে। তবে, এই উন্নয়নমূলক কাজের ফলে ভবিষ্যতে রেল পরিষেবা আরও উন্নত হবে।