Kalighat: অপেক্ষার অবসান! কালীঘাটে হকারদের নতুন ঠিকানা

কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মুখে ফিরল হাসি! শেষমেশ তারা ফিরে পেল পুরোনো দোকান। এদিন কালীঘাট (Kalighat) মন্দিরের সামনে থাকা ১৭৫ জন হকারকে (Hawker) তাঁদের দোকানের চাবি হাতে তুলে দিলেন কলকাতা পুরসভা মেয়র পরিষদের সদস্য তথা স্থানীয় বিধায়ক দেবাশীষ কুমার। এই উপলক্ষে তিনি জানান, কালীঘাট (Kalighat) মন্দিরের সামনে পুরনো রিফুজি মার্কেটটি ভেঙে একটি নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। ফলে এই মার্কেটের হকারদের (Hawker) সাময়িকভাবে হাজরা পার্কে স্থানান্তরিত করা হয়েছিল। তবে বুধবার তাদের জন্য সুখবর এসেছে—তারা ফের নিজেদের পুরনো দোকানে ফিরে যেতে পারছেন। দেবাশীষ কুমারের প্রতিশ্রুতি অনুযায়ী, এই ১৭৫ জন হকারের (Hawker) হাতে দোকানের চাবি তুলে দেন।

আরও পড়ুন: Barasat Stadium: বারাসাত স্টেডিয়ামের নবজাগরণ, বড় ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়, তৃণমূল নেতা কুমার সাহা, এবং কলকাতা পুরসভার বিভিন্ন কর্মকর্তা। দেবাশীষ কুমার জানিয়েছেন যে, কালীঘাট স্কাইওয়াকের (Kalighat Skywalk) নির্মাণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন আগামী অক্ষয় তৃতীয়ার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) করবেন। স্কাইওয়াকটি (Skywalk) চালু হলে কালীঘাট মন্দিরে আগত ভক্তদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হবে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

তিনি আরও বলেন, কালীঘাট (Kalighat) মন্দির চত্বরে যাতে সাধারণ মানুষের চলাফেরা সহজ হয় এবং হকারদের ব্যবসাও ভালোভাবে চলতে থাকে, তার জন্য যথাযথ ব্যবস্থাপনা করা হয়েছে। মেয়র পরিষদ স্পষ্ট জানিয়েছেন যে, ভবিষ্যতে এখানে নতুন করে কোনো হকার বসানোর সুযোগ নেই।

এদিন স্থানীয় কালীঘাট থানার ওসিও উপস্থিত ছিলেন। হকাররা নিজেদের দোকানের চাবি ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত। দেবাশীষ কুমার আশাবাদী যে, স্কাইওয়াক চালু হওয়ার পর কালীঘাট মন্দিরে ভক্তদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। যা এলাকার ব্যবসা ও পর্যটন শিল্পের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT