Cancer: ক্যানসারের বিরুদ্ধে লড়বে ব্যাক্টেরিয়াই, গবেষণায় নতুন দিশা

দেশ স্বাস্থ্য

ক্যানসারের (Cancer) মতো মারণ রোগের অস্ত্র নাকি সংক্রামক ব্যাক্টেরিয়া নিজেই। ক্যানসার (Cancer) চিকিৎসা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানাবিধ গবেষণা। শরীরে নির্দিষ্ট ধরনের জীবাণু প্রবেশ করিয়ে ক্যানসার নিরাময়ের উপায়ের খোঁজা চালাচ্ছে চিকিৎসকরা। পাশাপাশি, ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থ’ ও ‘আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যানসার রিসার্চ’-এর প্রতিবেদনেও ব্যাক্টেরিয়ার সাহায্যে ক্যানসার চিকিৎসার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। সম্প্রতি, বিজ্ঞানীরা মনে করছেন, সংক্রামক ব্যাক্টেরিয়া (Bacteria) ব্যবহার করেই ক্যানসারের চিকিৎসা সম্ভব হতে পারে।

প্রসঙ্গত, ক্যানসারের (Cancer) চিকিৎসায় ব্যাক্টেরিয়ার ব্যবহার নতুন কিছু নয়। ১৮৬০ সালে মার্কিন গবেষক উইলিয়াম বি কোল (William B. Coley) প্রথমবারের মতো ই. কোলাই (E. coli) ব্যাক্টেরিয়াকে ব্যবহার করে হাড়ের ক্যানসার নিরাময়ের দাবি করেছিলেন। পরবর্তীতে, এই পদ্ধতিই ‘ইমিউনোথেরাপি’ (Immunotherapy) নামে পরিচিত হয়। যদিও কেমোথেরাপি (Chemotherapy) এবং রেডিয়োথেরাপি (Radiotherapy)-র আবিষ্কার ইমিউনোথেরাপির জনপ্রিয়তা কমিয়ে দিয়েছিল, কিন্তু বর্তমানে এর পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলক কম হওয়ায় এই পদ্ধতি আবার আলোচনায় এসেছে। সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন, বিফিডোব্যাক্টেরিয়াম (Bifidobacterium) নামের এক বিশেষ ব্যাক্টেরিয়া ক্যানসারের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী হতে পারে। এই ব্যাক্টেরিয়া শরীরে প্রবেশ করার পর ইমিউন কোষ (Immune Cells)-কে সক্রিয় করে, যা সরাসরি টিউমার (Tumor) কোষগুলোর বিরুদ্ধে লড়াই করে।

আরও পড়ুন: http://Eye Care Tips: কাছ থেকে টিভি দেখলে কি ক্ষতি হতে পারে? জেনে নিন সঠিক দূরত্ব

তবে, এই জীবাণুগুলি সরাসরি শরীরে প্রবেশ করালে পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা থাকে। তাই গবেষকরা এই ব্যাক্টেরিয়াকে নিষ্ক্রিয় (Inactive) করে শরীরে প্রবেশ করানোর একটি নিরাপদ পদ্ধতি উদ্ভাবন করেছেন। নিষ্ক্রিয় ব্যাক্টেরিয়া শরীরে ঢোকার পর তা বিশেষ প্রোটিন (Protein) তৈরি করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা (Immune System) বাড়িয়ে তোলে এবং ক্যানসার কোষ ধ্বংসে সহায়তা করে। গবেষকদের থেকে জানা গিয়েছে গেছে, এই পদ্ধতিটি বিশেষ করে হাড়ের ক্যানসার (Bone Cancer), স্তন ক্যানসার (Breast Cancer) এবং ত্বকের ক্যানসার -এর ক্ষেত্রে কার্যকর হতে পারে। প্রচলিত চিকিৎসার তুলনায় এই পদ্ধতিতে শরীরের সুস্থ কোষের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://www.facebook.com/share/p/162F3yfFbB/

যদিও এই নতুন ব্যাক্টেরিয়া-থেরাপির (Bacteria Therapy) প্রয়োগ এখনও পরীক্ষাধীন, তবু বিজ্ঞানীরা আশাবাদী যে এটি ক্যানসার (Cancer) চিকিৎসার নতুন পথ দেখাতে পারে। বর্তমানে গবেষণাগারে এই পদ্ধতির কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলছে। আরও গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়ালের (Clinical Trial) পরই এটি সাধারণ মানুষের জন্য চালু করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।