Siliguri: নদী বাঁচাতে শিলিগুড়িতে ‘ইচ্ছে বাহার’

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: শহরের কোলাহল আর কংক্রিটের মাঝে হারিয়ে যাচ্ছে প্রকৃতির (Nature) নিঃশব্দ ভাষা। নদীর (River) কলকল ধ্বনি। একসময় যে নদী সভ্যতার শিরায় প্রাণ সঞ্চার করত, আজ সেই নদীগুলি হারাতে বসেছে তাদের অস্তিত্ব ও ঐতিহ্য। শিলিগুড়ির (Siliguri) বুক চিরে বয়ে চলা সাহু নদী (Sahu River) সেই নিঃশব্দ বিলুপ্তির এক জ্বলন্ত উদাহরণ। আর তাই নদীকে ঘিরে হারিয়ে যাওয়া স্মৃতি ও প্রাণ ফিরিয়ে আনতে শিলিগুড়ির (Siliguri) সুভাষপল্লিতে আয়োজিত হলো এক অভিনব ধ্রুপদী সঙ্গীত উৎসব—”ইচ্ছে বাহার”।

আরও পড়ুন: Jhargram Welfare Program: ঝাড়গ্রামে পুলিশের সামাজিক উদ্যোগে খুশি গ্রামবাসী

এই মহোৎসবের আয়োজন করে (Siliguri) স্থানীয় সামাজিক সংস্থা ইচ্ছেবাড়ি। যার অন্যতম কর্ণধার ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বসু। তাঁর মতে, “নদী (River) শুধু জলপ্রবাহ নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও অস্তিত্বের প্রতীক। আর ধ্রুপদী সঙ্গীতও তেমনি—যুগ পেরিয়ে বহমান এক সুরের নদী।”

“ইচ্ছে বাহার” শুধুমাত্র একটি সঙ্গীতানুষ্ঠান নয়।এটি প্রকৃতি ও সুরের এক অপূর্ব সম্মিলন। এই আয়োজনে অংশ নেন খ্যাতনামা ধ্রুপদী সঙ্গীতশিল্পীরা। যারা তাঁদের সুরের মাধ্যমে নদীর প্রবাহ, ছন্দ এবং আবেগকে রূপ দেন সঙ্গীতের ভাষায়। প্রতিটি রাগ যেন হয়ে ওঠে একেকটি নদীর রূপ। কখনও উচ্ছ্বসিত, কখনও স্থির, আবার কখনও মন ছুঁয়ে যাওয়া এক নৈঃশব্দ্য।

এই আয়োজনের মূল বার্তা অত্যন্ত গভীর—যেমন নদী জীবনধারার চালিকাশক্তি, তেমনই সঙ্গীত আত্মার পরিশুদ্ধির পথ। “ইচ্ছে বাহার” সেই সুরের মাধ্যমে শুধু নদীর গুরুত্বকে মনে করিয়ে দেয় না, বরং পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেয় আগামী প্রজন্মের কাছে। এটি এক সাংস্কৃতিক আন্দোলন, যেখানে নদী আর সঙ্গীত হাত ধরাধরি করে হাঁটে ভবিষ্যতের পথে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এইভাবেই “ইচ্ছে বাহার” হয়ে উঠেছে এক সুরেলা প্রতিবাদ—একটা নদীকে বাঁচানোর জন্য, একটা সমাজকে জাগিয়ে তোলার জন্য।