নিউজ পোল বাংলাঃ হাঁসফাঁস গরম থেকে একটু মুক্তি চাইছে বঙ্গবাসী। যদিও বিগত কয়েকদিন ধরে বেশ কয়েকটি জেলাতে হয়েছে ছিটেফোঁটা বৃষ্টি। তবে গরম কমার নাম নেই। মেঘলা রয়েছে কলকাতার (Kolkata) আকাশ। আর তাতেই বেড়েছে অস্বস্তি। ঝেঁপে বৃষ্টির (rain) অপেক্ষায় চাতকের মত বসে রাজ্যের মানুষ। বৈশাখে কালবৈশাখীর (Kalboishakhi) দেখা নেই বললেই চলে। হালকা হাওয়া দিলেও অস্বস্তিকর গরম রয়েছেই। এই আবহেই সুখবর দিল হাওয়া অফিস। আজ বৃহস্পতিবার থেকে বাংলা জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। জেনে নিন কেমন থাকবে আবহাওয়া (Wheather Update)।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরে শুক্রবার পর্যন্ত বহু জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড়ও বইতে পারে। ভিজতে পারে দুই বাংলাই। উত্তরবঙ্গে মালদা ও দুই দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ঝড়-বৃষ্টির দাপট বাড়বে বাংলায়।
আরও পড়ুনঃ Durgapuja 2025 Date: শুভ নববর্ষে বাজল মহালয়ার সুর, শুরু হল দুর্গোৎসবের ক্ষণগণনা!
হাওয়া অফিস জানিয়েছে রাজ্যের সব জেলাতেই শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে বইবে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে হাওয়া। চলতি সপ্তাহে কিছুটা স্বস্তি মিললেও আগামী সপ্তাহে তাপমাত্রা (Wheather Update) বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT