Dilip Ghosh Wedding: সঙ্ঘের বাধা টপকে বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ, কী থাকছে মেনুতে?

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: নবদম্পতির জীবন শুরুর পথে এক নতুন অধ্যায় লিখতে চলেছেন বাংলার রাজনীতির এক প্রাক্তন মুখ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Wedding)। দীর্ঘদিন রাজনৈতিক লড়াইয়ে মগ্ন থাকার পর এবার নিজের ব্যক্তিগত জীবনে স্থিতি আনতে চলেছেন তিনি। পাত্রী তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও দলীয় সহকর্মী রিঙ্কু মজুমদার (Rinku Majumdar)। শুক্রবার (Friday) দিলীপবাবুর রাজারহাটের (Rajarhat Newtown) বাড়িতে আয়োজিত এক ছোট পরিসরের অনুষ্ঠানে হিন্দু রীতি অনুযায়ী মন্ত্রপাঠের মাধ্যমে চার হাত এক হবে তাদের।

আরও পড়ুন: Dilip Ghosh: মায়ের কথায় বিয়ের পিঁড়িতে দিলীপ!

রিঙ্কু মজুমদার (Rinku Majumdar) নিজেই জানিয়েছেন, ‘‘আমরা নিজেদের সিদ্ধান্তে নিজেরাই নিজেদের অভিভাবক হয়ে এই সামাজিক সম্পর্কে আবদ্ধ হচ্ছি।’’ দিলীপ ঘোষও (Dilip Ghosh Wedding) বিষয়টি স্বীকার করেছেন। আমন্ত্রিতের সংখ্যা মাত্র চল্লিশের মতো। তবে খাবারে থাকবে চমক। নিরামিষ না হলেও আজকের থালিতে মাংস থাকছে না, তবে থাকবে নানা ধরনের মাছ ও সবজি।

প্রায় চার দশক আগে আরএসএস-এর ডাকে ঘর ছেড়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh Wedding)। বছর পর বছর বাংলার প্রত্যন্ত অঞ্চলে সঙ্ঘ প্রচারক হিসেবে কাজ করেছেন তিনি। আর সেই ভূমিকা পালন করতে গিয়ে অবিবাহিত থাকার শর্তও মেনে চলেছেন দীর্ঘদিন। তবে এবার সেই ‘প্রচারক’-এর তকমা ছেড়ে ব্যক্তিগত জীবনের সুখ খুঁজতে চলেছেন তিনি। এমন সিদ্ধান্তে সঙ্ঘ নেতৃত্ব অসন্তুষ্ট। এমনকি সরাসঙ্ঘচালক মোহন ভাগবত বর্ধমানে এসে তাঁর সঙ্গে একান্তে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও তাকে বিয়ের ব্যাপারে সাবধান করা হয়েছিল। বহু বিজেপি কর্মী-সমর্থকও আবেগপ্রবণ হয়ে দিলীপবাবুকে সিদ্ধান্ত বদলের অনুরোধ জানান। কিন্তু সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

রাজনীতির চড়াই-উতরাই, অভ্যন্তরীণ কোন্দল, পদ হারানো এবং পরাজয়ের হতাশার মাঝেও রিঙ্কু মজুমদারের সান্নিধ্য হয়ে ওঠে দিলীপ ঘোষের মানসিক শান্তির জায়গা। দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার মহিলা মোর্চার পর্যবেক্ষক রিঙ্কু দেবীর সঙ্গে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। শেষমেশ, সব চাপ উপেক্ষা করে তাঁরা জীবনসঙ্গী হওয়ার সিদ্ধান্ত নেন। নিঃসন্দেহে এই বিয়ে রাজনীতির বাইরেও এক সাহসী ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতিচ্ছবি।