নিউজ পোল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) রাজনৈতিক অস্থিরতা চিন্তায় রেখেছে গোটা বিশ্বকে। এদিকে এরই মধ্যে পদ্মাপারের আরও একটি বিষয়ে পর্যটকদের সতর্ক করল মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। সম্প্রতি মার্কিন বিদেশ দফতর একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে যে সমস্ত মার্কিন নাগরিক বাংলাদেশে ঘুরতে যেতে চান তাদের সে দেশের হিংসাত্মক পরিবেশের পাশাপাশি সতর্ক করা হয়েছে পকেটমারদের (Pickpockets) নিয়েও।
আরও পড়ুনঃ Indo-China : ভারতীয় পণ্যে ছেয়ে যাবে চিনের বাজার! এক হচ্ছে ড্রাগন-হাতি!
গত জুলাইয়ে গণ অভ্যুত্থানে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের (Sheikh Hasina Government)। সেই থেকেই বাংলাদেশে (Bangladesh) অশান্তির আবহ। প্রায় রোজই কোনও না কোনও হিংসার ঘটনা সামনে আসছে। ফলে মার্কিন নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখনও বিক্ষোভ চলছে মাঝেমধ্যে আর এই বিক্ষোভগুলি থেকে অশান্তি ছড়ানোর যথেষ্ট সম্ভাবনাই রয়েছে। তবে এরই সঙ্গে পকেটমারির মত ছোট স্তরের অপরাধের বিষয়েও নাগরিকদের সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।
আরও পড়ুনঃ Narendra Modi-Elon Musk: Tesla, Starlink এবার ভারতেই! এলন মাস্কের বড় ঘোষণা
দেশের রাজধানী ঢাকাসহ বাংলাদেশের একাধিক অঞ্চল দস্তরমত জনবহুল। মূলতঃ এই সমস্ত অঞ্চলেই পকেটমারি নিয়ে চিন্তায় আমেরিকা। নির্দেশিকায় তাই স্পষ্টতই বলা হয়েছে যে বাংলাদেশের জনবহুল এলাকাগুলিতে পকেটমারদের থেকে সতর্ক থাকা প্রয়োজনীয়তা রয়েছে। তবে শুধু পকেটমারদের থেকেই সতর্ক করা নয়। একইসঙ্গে বাংলাদেশে ছিনতাই, মাদক পাচার ইত্যাদি বিষয় নিয়েও সতর্কতা জারি করেছে মার্কিন বিদেশ দফতর।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
সব মিলিয়ে বাংলাদেশ (Bangladesh) নিয়ে যুক্তরাষ্ট্র যে রীতিমত উদ্বেগে সেটা এই নির্দেশিকা থেকেই স্পষ্ট। কিছুদিন আগেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল মার্কিন প্রশাসন। এবারে সন্ত্রাসবাদী কার্যকলাপেও সতর্ক করেছে আমেরিকা। ঢাকায় থাকা মার্কিন সরকারি কর্মচারীদের ডিপ্লোম্যাটিক এনক্লেভের বাইরে অহেতুক ঘোরাঘুরি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।