Kolkata News: গৃহবধূ নয়, সমাজসেবিকা! শিশুদের মুখে হাসি ফোটালেন চার নারী

কলকাতা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: সেবার আনন্দে গর্বিত নিউটাউনের (Kolkata News) গৃহবধূরা। সুন্দরবনের (Sundarban) শিশুদের মুখে ফোটাল হাসির ছোঁয়া। নিউটাউনের (Kolkata News) কিছু গৃহবধূ তাঁদের দৈনন্দিন জীবনের গণ্ডি পেরিয়ে সমাজসেবার (Social Work) এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বীণা মন্ডল, কবিতা হালদার, টুম্পা তরফদার এবং সোমা মন্ডল এই চারজন মহিলার উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক অনন্য প্রয়াস। যার মাধ্যমে বাংলা নববর্ষে (Bengali New Year 2025) নতুন পোশাক উপহার পেল সুন্দরবনের (Sundarban) প্রত্যন্ত অঞ্চলের কিছু শিশু।

আরও পড়ুন: AI Art Exhibition: তুলির বদলে প্রযুক্তি, চিত্রে ভবিষ্যতের ছোঁয়া!

এই মহতী উদ্যোগের কেন্দ্রে ছিল কুলতলীর দেউলবাড়ি অঞ্চলের ‘স্বামীজি শিশু পাঠশালা’।যেখানে স্থানীয় সমাজকর্মী পুলক মন্ডল বিনা পারিশ্রমিকে পড়ানোর দায়িত্ব পালন করছেন আশেপাশের গ্রামের প্রায় সত্তর জন শিশুর জন্য। এদেরই হাতে নতুন জামাকাপড় তুলে দিতে পৌঁছে যান নিউটাউনের (Kolkata News)এই মানবিক দল। শুধু পোশাক নয়, তাঁদের হাতে ভালোবাসার স্পর্শ পৌঁছে দিয়েছিল এই নারীরা, যা বাচ্চাদের চোখেমুখে ফুটিয়ে তোলে নির্মল আনন্দ।

এই প্রথম নয়, এর আগেও একাধিক সামাজিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তাঁরা। বন্যা দুর্গতদের ত্রাণ, শীতে বৃদ্ধ-বৃদ্ধাদের কম্বল প্রদান, বড়দিনে অনাথ ও পথশিশুদের জন্য খাবারের আয়োজন। এমন অনেক উদাহরণ রয়েছে, যা প্রমাণ করে তাঁদের নিরন্তর মানবিক প্রচেষ্টা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এই চারজন নারী প্রমাণ করেছেন যে, ইচ্ছা থাকলে সামাজিক পরিবর্তনের ছোট ছোট পদক্ষেপও হয়ে উঠতে পারে আশার বাতিঘর। তাঁদের এই মানবিক উদ্যোগ শুধুমাত্র সাহায্য নয়, সমাজকে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক নিঃস্বার্থ প্রয়াস। ভবিষ্যতেও তাঁরা এমন আরও উদ্যোগ নিয়ে এগিয়ে আসবেন, এই আশা রাখাই যায়।