Monday Weather Update: দক্ষিণে গরম, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা কয়েকদিন ধরে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কিছু এলাকায় কালবৈশাখীর তাণ্ডবও দেখা গেছে, বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি হয়েছে। যদিও এখনও পর্যন্ত দমবন্ধ করা গরমের প্রকোপ তেমনভাবে শুরু হয়নি। আকাশ (Monday Weather Update)অনেকটাই মেঘলা থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি আর উত্তর ২৪ পরগনার দিকে সকালবেলা রোদের (Monday Weather Update) দেখা মিললেও, দুপুর গড়াতেই আকাশ ঢেকে যেতে পারে ঘন মেঘে। বাতাসে জলীয় বাষ্প (Monday Weather Update) থাকবে বেশি, যার ফলে গরমের সঙ্গে ঘাম ও অস্বস্তিও বাড়বে।

আরও পড়ুন: Weather forecast: মাঘ মাসেও শীতের আকাল

দিনভর তাপমাত্রা থাকবে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাই যাঁরা বাইরে বের হবেন, তাঁদের হালকা জামাকাপড় পরার এবং বারবার জল খাওয়ার পরামর্শ দিচ্ছে আবহাওয়া অফিস।

এদিকে উত্তরবঙ্গের দিকে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি আর কোচবিহারে, দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে। পাহাড়ি এলাকায় কিছু জায়গায় ঝোড়ো (Storm)হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া (Weather) দপ্তর। সেই জন্যই স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে বেশি সাবধানতা (Safety)অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে গোটা রাজ্যে গরম একটু বেশি থাকবে, তবে সন্ধ্যার পর থেকে আবহাওয়ায় হালকা পরিবর্তন আসতে পারে। রাতে তাপমাত্রা (Temperature) কিছুটা কমলেও, পুরোপুরি স্বস্তি পাওয়া যাবে না। আগামী কয়েকদিন এরকম গরম, মেঘলা আর হঠাৎ বৃষ্টির মিশ্র আবহাওয়া থাকতে পারে। তাই যারা রাস্তায় বের হবেন, ছাতা, পানীয় জল (Water) আর প্রয়োজনে টুপি নিয়ে বের হওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT