Shalboni Power Plant: “১৫ হাজার চাকরির সুযোগ! মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা”

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে শুরু হল একটি ঐতিহাসিক তাপবিদ্যুৎ কেন্দ্রের পথচলা (Shalboni Power Plant)। সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে এই প্রকল্পের শিলান্যাস সম্পন্ন হয়। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই উদ্যোগ শুধুমাত্র রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রকে শক্তিশালী করবে না, একইসঙ্গে এটি বিপুল কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করবে বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Calcutta HC: যোগ্য নয়, তবু বেতন! এই অন্যায়ের জবাব চায় হাই কোর্ট

বিশ্ব বাণিজ্য সম্মেলনে শিল্পপতি সজ্জন জিন্দল প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলায় নতুন শিল্প (Shalboni Power Plant) স্থাপনের। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই শালবনিতে (Shalboni) গড়ে উঠছে ১৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ প্রকল্প। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ঘোষণা অনুযায়ী, প্রকল্পে দুটি ইউনিট থাকবে, প্রতিটির ক্ষমতা ৮০০ মেগাওয়াট। প্রায় ১৬ হাজার কোটি টাকার এই প্রকল্প পূর্ব ভারতের মধ্যে অন্যতম বৃহত্তম বলে তিনি দাবি করেন।

এই প্রকল্পের (Shalboni Power Plant) ফলে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। রাজ্যের ২৩টি জেলার মানুষ এই বিদ্যুৎ কেন্দ্রের সুফল পাবেন বলেও তিনি আশ্বাস দেন।

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন অতীতের বাম আমলের ‘লোডশেডিংয়ের সরকার’ কথাটি। তিনি বলেন, “আগে বলা হত, লোডশেডিংয়ের সরকার, এখন ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ হয়।” জিন্দল গোষ্ঠী ভবিষ্যতে আরও দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়বে বলেও জানান মুখ্যমন্ত্রী, যার ফলে লোডশেডিংয়ের সমস্যা কার্যত অতীত হয়ে যাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এদিন তিনি আরও জানান,গোয়ালতোড়ে একটি সৌরবিদ্যুৎ প্রকল্পেরও শিলান্যাস করা হবে। পাশাপাশি, দেউচা-পাঁচামির বিশাল কোল ব্লক প্রকল্পের কথাও তিনি তুলে ধরেন। জানান, সেখানে এক লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এই ধারাবাহিক উদ্যোগগুলি রাজ্যে এক নতুন শিল্পবিপ্লবের সূচনা করবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী ও প্রশাসন। ফলে রাজ্যের চাকরিপ্রার্থীদের মধ্যে ফিরে এসেছে আশার আলো।