SSC Protest: “শুধু দাবি নয়, দায়িত্বও! পুলিশদের জন্য খাবার-জল নিয়ে শিক্ষক-শিক্ষিকারা”

breakingnews কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: এসএসসি (SSC Protest) ভবনের সামনে চলমান আন্দোলনের আবহে যখন চারপাশে উত্তেজনা, দাবির চাপ এবং প্রশাসনিক ব্যস্ততা, ঠিক তখনই এক অনন্য মানবিক ছবি সামনে এলো। বিধান নগর পুলিশ কমিশনারেটের (Bidhannagar Police Commitioneret) ডিসি অনিস সরকার (DC Anis Sarkar) আগেই জানিয়েছিলেন, কড়া গরমে এসএসসি ভবনের (SSC Protest) নিরাপত্তা ব্যবস্থায় নিযুক্ত পুলিশ কর্মীরা ঠিকমতো জল ও খাদ্য পাচ্ছেন না, যা তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।

আরও পড়ুন: Dilip Ghosh in Ecopark: “সারাজীবন হাঁটলেও ওদের প্রেম হবে না”, খোঁচা দিলীপের

এই খবরে নড়েচড়ে বসেন আন্দোলনরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তারা বলেন, “আমরা শিক্ষক, সমাজ গঠনের কারিগর। আমরা অমানবিক হতে পারি না। পুলিশরাও মানুষ। তাদেরও গরমে কষ্ট হয়, ক্ষুধা লাগে, তেষ্টা পায়। সেই মানবিকতার কথা ভেবেই আমরা পাশে দাঁড়াতে চাই।”

এই ভাবনাকে বাস্তব রূপ দিতে, আন্দোলনকারীরা (SSC Protest) হাতে তুলে নেন বিস্কুটের প্যাকেট, ঠান্ডা জলের বোতল, এবং রসালো তরমুজ। তাদের দাবি, তাদের আন্দোলনের মূল লক্ষ্য যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ; কেউ খাবে না, এটা কখনোই তাদের উদ্দেশ্য নয়।

আন্দোলনকারীরা বলেন, “আমরা সমাজ গঠনের কারিগর। প্রতিবাদ করলেও, আমরা অমানবিক নই। পুলিশও মানুষ।তাদের প্রতি দায়বদ্ধতাও আমাদের আছে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

কিন্তু আশ্চর্যের বিষয়, পুলিশকর্মীরা সেই খাদ্য ও পানীয় গ্রহণ করতে অস্বীকার করেন। এমন ঘটনার পর শিক্ষক আন্দোলনকারীরা স্পষ্ট বলেন, “আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এরপর আর যেন পুলিশ প্রশাসনের তরফে খাবার বা পানীয় না পাওয়ার অভিযোগ না আসে।”

তাদের মতে, আন্দোলনের মূল দাবি যোগ্য-অযোগ্য তালিকার স্বচ্ছ প্রকাশ। কিন্তু তার মানে এই নয় যে তারা সহানুভূতি হারিয়ে ফেলেছেন।