Trump Tariff: ট্রাম্পের নতুন শুল্ক-বলয়ে সিনেমা এখন ‘এক্সপোর্ট’ নয়, যেন এক ‘ঝুঁকিপূর্ণ বিনিয়োগ’

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: নিশানায় এবার বিনোদন জগত! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump Tariff) দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে ফের একবার শুল্ক-নীতিকে Customs হাতিয়ার করছেন, তবে এবার তার আঘাত সরাসরি পড়তে চলেছে আন্তর্জাতিক সিনেমা জগতে (International cinema world)। তাঁর (Trump Tariff) নতুন নির্দেশিকা অনুযায়ী, আমেরিকার (America) বাইরে তৈরি হওয়া যে কোনও সিনেমা সেখানে মুক্তি পেতে গেলে দিতে হবে ১০০ শতাংশ কর!

আরও পড়ুন: Indian Army’s Success: উদ্ধার বিপজ্জনক আইইডি ও গ্যাজেট! বড় হামলার ছক বানচাল

এই সিদ্ধান্তে চরম দুশ্চিন্তায় পড়েছে আন্তর্জাতিক প্রযোজনা সংস্থাগুলি। মোটা অঙ্কের এই শুল্ক বিদেশি সিনেমার মার্কিন মুক্তিকে কার্যত ঠেকিয়ে দিতে পারে। ফলে আন্তর্জাতিক বাজারে (International Market) লাভের খতিয়ান এখন প্রশ্নের মুখে। সবচেয়ে বেশি ধাক্কা খাবে বলিউড (Bollywood)। যার বহু ছবি আমেরিকাসহ বিভিন্ন দেশে মুক্তি পায় এবং ভালো আয় করে। নতুন এই শুল্ক-দেয়ালে (Trump Tariff) আটকে যেতে পারে সেই মুনাফার পথ।

আমেরিকার বিনোদন দুনিয়া আজ কঠিন সময় পার করছে। ওটিটি প্ল্যাটফর্মের দাপটে সিনেমাহলে দর্শকসংখ্যা কমেছে চোখে পড়ার মতো। এই সংকটে হলিউডকে বাঁচাতে ক্যালিফোর্নিয়ার গভর্নর যেখানে অভ্যন্তরীণ শুল্কছাড়ের প্রস্তাব দিচ্ছেন, সেখানে ডোনাল্ড ট্রাম্প একেবারে উল্টো পথে হাঁটছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি সাফ জানিয়েছেন, “আমেরিকার চলচ্চিত্র শিল্প দ্রুত মৃত্যু মুখে যাচ্ছে। বিদেশে তৈরি যে কোনও ছবি যদি আমাদের দেশে রিলিজ করতে চায়, তাহলে তাদের ১০০ শতাংশ শুল্ক দিতে হবে। আমি বাণিজ্য দপ্তরকে এই নিয়েই নির্দেশ দিতে যাচ্ছি।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

ট্রাম্পের এই বার্তা যতটা সরল শোনায়, বাস্তবে ততটা নয়। কারণ প্রশ্ন উঠছে—যদি কোনও মার্কিন প্রযোজক বিদেশে গিয়ে সিনেমা তৈরি করেন, সেক্ষেত্রে সেই ছবিও কি একই করের আওতায় পড়বে? এই দিকটা স্পষ্ট নয়। তবে এটুকু বোঝা যাচ্ছে, ট্রাম্প ‘আমেরিকায় তৈরি, আমেরিকার জন্য’ সিনেমার পক্ষেই সরাসরি সওয়াল করছেন। বিদেশি প্রভাব থেকে হলিউডকে মুক্ত করতেই তার এই চূড়ান্ত শুল্কের পরিকল্পনা বলে মনে করছেন অনেকে।