নিউজ পোল ব্যুরো: নিঃসন্দেহে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের (India-Pakistan) মধ্যে আকাশপথ সংক্রান্ত এক বিস্ময়কর নাটকীয়তা সামনে এসেছে। পহেলগাম জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পাল্টা জবাব হিসেবে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চালানোর আগেই এমন এক ঘটনা ঘটে, যা পাকিস্তানকে (Pakistan) চরম অপ্রস্তুত করে তোলে। যদিও পাকিস্তান ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাদের আকাশপথ ভারতের জন্য বন্ধ ঘোষণা করেছিল, সেই দিনই দুটি ভারতীয় বাণিজ্যিক উড়োজাহাজ এয়ার ইন্ডিয়া (Indian Flights) এক্সপ্রেসের ফ্লাইট IX-191 এবং ইন্ডিগোর (IndiGo) ফ্লাইট 6E-1481 পাকিস্তানের আকাশসীমা পেরিয়ে যায় এবং তাতে শুরু হয় আলোড়ন।
আরও পড়ুন: France SCALP: ফ্রান্সের SCALP ক্ষেপণাস্ত্র কী? এটি কীভাবে যুদ্ধকৌশলে পরিবর্তন আনতে পারে?
ফ্লাইট IX-191 আমৃতসর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়, আর চণ্ডীগড় থেকে রওনা হওয়া ফ্লাইট (Indian Flights) 6E-1481-এর গন্তব্যও ছিল উপসাগরীয় দেশ। দুটি বিমানই ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের (Pakistan) আকাশে প্রবেশ করে, এবং সেখানকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্তাব্যক্তিরা সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ে। পাকিস্তানের সামরিক বাহিনী উচ্চ সতর্কতায় থাকলেও কোনো রকম প্রতিরোধ বা কূটনৈতিক প্রতিক্রিয়া দেখা যায়নি। উড়োজাহাজদুটি নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছায়।
অন্যদিকে, একই সময়ে শারজাহ থেকে আমৃতসরের উদ্দেশ্যে যাওয়া ইন্ডিগোর (Indian Flights) ফ্লাইট 6E-1428 পাকিস্তানের আকাশসীমার কাছাকাছি এসে সতর্কতা হিসেবে দক্ষিণ দিকে ঘুরে যায়। ফলে বিমানটি ইরানের আকাশপথ ব্যবহার করে অবতরণ করে আহমেদাবাদে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এই ঘটনা পাকিস্তানি সংবাদমাধ্যম ও প্রতিরক্ষা মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। আকাশসীমা নিষেধাজ্ঞা কার্যকর থাকার পরও কীভাবে এই ফ্লাইটগুলো প্রবেশ করল, সে প্রশ্ন ঘিরে শুরু হয় বিতর্ক ও জল্পনা।