India Pakistan: ভারত-পাক সংঘাত ঘিরে ড্রোন কূটনীতি: ইসলামাবাদে প্রতিরক্ষামন্ত্রীর চাঞ্চল্যকর দাবি

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারত-পাকিস্তান (India Pakistan) সীমান্তে উত্তেজনার আবহে এবার চমকে দেওয়ার মতো মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ (Khawaja Asif)। তাঁর দাবি, বৃহস্পতিবার রাতে ভারতীয় ড্রোন (Drone Attack) পাকিস্তানের (Pakistan) আকাশসীমায় প্রবেশ করেছিল। কিন্তু পাক সেনা ইচ্ছাকৃতভাবে সেগুলিকে প্রথমে ধ্বংস করেনি। এর নেপথ্যে ছিল কৌশলগত এক পরিকল্পনা।

আরও পড়ুন: Amit Shah: রাজ্য থেকে পাকিস্তানিদের উৎখাত করুন, মুখ্যমন্ত্রীদের কড়া নির্দেশ শাহের

ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আসিফ বলেন, “ভারতের ড্রোনগুলির লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে কিছু নির্দিষ্ট এলাকা চিহ্নিত করা। আমরা তা বুঝেই ড্রোনগুলিকে (India Pakistan) আটকাইনি, যাতে তারা বুঝতে না পারে আমরা ঠিক কোথায় অবস্থান করছি।” পরে নিরাপদ দূরত্বে পৌঁছনোর পর ওই ড্রোনগুলিকে গুলি করে নামানো হয় বলে জানান তিনি।

তিনি (Khawaja Asif) আরও বলেন, ভারতের আগ্রাসী মনোভাবের জবাব দিতে পাকিস্তান (India Pakistan) সম্পূর্ণ প্রস্তুত। দেশবাসীকে আশ্বস্ত করে আসিফ বলেন, “আমাদের সশস্ত্র বাহিনী শতভাগ নয়, ২০০ শতাংশ প্রস্তুত। কেউ যেন পাকিস্তানের আত্মরক্ষা নিয়ে সন্দেহ না করে।”

এই ঘটনার প্রেক্ষাপট ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে উপমহাদেশ। কারণ, কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে এক ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে। সেই ঘটনার পর ভারত চালায় প্রতিশোধমূলক অভিযান ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

এরই জবাবে পাকিস্তান বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে হামলার চেষ্টা করে। তবে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সেই আক্রমণ প্রতিহত করে বলে জানানো হয়।