নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ঘটনায় জোরালো প্রত্যাঘাত ভারতের। লাহোরের এয়ার ডিফেন্স র্যাডার সিস্টেম (Air Defence Radar System) গুঁড়িয়ে দেওয়ার পর শত্রুদের ওপর একের পর এক আঘাত হানছে ভারতীয় সেনা (Indian Army)। আর এতেই পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান (Pakistan)। সূত্রের খবর, এই পরিস্থিতিতে দেশের আমজনতাকে বাড়ি থেকে বেরোতে নিষেধাজ্ঞা জারি করেছে পাক সেনাবাহিনী।
আরও পড়ুনঃ Dilip Ghosh : পাকিস্তান লড়াই চালিয়ে গেলে দুদিন পর আর খাওয়া জুটবে না! তীব্র কটাক্ষ দিলীপের
মার্কিন বিদেশ মন্ত্রকের দূতাবাস সংক্রান্ত বিভাগ এই খবর সামনে এনেছে। সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তারা জানিয়েছে, পর্ববর্তী নির্দেশ আসা না পর্যন্ত ১০ মে দেশের নাগরিকদের বাড়ি ছেড়ে বেরোতে নিষেধ করেছে পাকিস্তানের সেনাবাহিনী (Pakistan Army)। সেই মর্মে পাকিস্তানে মার্কিন দূতাবাসের সকল কর্মীকেও সতর্ক করা হয়েছে মার্কিন বিদেশ মন্ত্রকের উক্ত বিভাগের তরফে। যদিও পাক সংবাদ মাধ্যম এ বিষয়ে এখনও পর্যন্ত নিঃশ্চুপ।
শুক্রবার রাতে ভারতের একাধিক শহরে লাগাতার ড্রোন এবং মিসাইল হামলার (Drone Attack) চালিয়েছে পাকিস্তান (Pakistan)। যার পাল্টা দিয়েছে ভারতীয় সেনাও। উড়িয়ে দেওয়া হয়েছে জম্মুর কাছে জঙ্গিদের একাধিক লঞ্চ প্যাড। এখান থেকেই পরপর ড্রোন হামলা চালানো হচ্ছিল। এছাড়া গত ২৪ ঘন্টায় পাকিস্তানের ৮টি সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। আবার পাকিস্তান এও দাবি করেছে যে তাদের বায়ুসেনার ৩টি ঘাঁটিতে মিসাইল ফেলেছে ভারত। সব মিলিয়ে পাকিস্তানের হাল কার্যত বেহাল।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr
এই পরিস্থিতিতে মার্কিন বিদেশ মন্ত্রকের দূতাবাস সংক্রান্ত বিভাগের পোস্ট আরও যেন স্পষ্ট করছে পাকিস্তানের বেহাল দশার ছবিটা। এদিকে এরই মধ্যে পাক সেনাপ্রধান আসিম মুনিরকে ফোন করে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও যুদ্ধ নিয়ে কড়া বার্তা দিয়েছেন বলে জানা যাচ্ছে। বর্তমান সংঘাতের পরিস্থিতি এড়াতে ভারতের সঙ্গে গঠনমূলক আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি।