নিউজ পোল ব্যুরো: অন্ধকার হতেই সীমান্তে শুরু হয় সন্ত্রাসের ছায়া। উন্মত্ত হয়ে ওঠে পাকিস্তান (India Pakistan Conflict)। নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়ে ত্রাস সৃষ্টি করছে তারা (India Pakistan Conflict)। শুক্রবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজৌরি, আখনুর, ও পুঞ্চ সহ একাধিক অঞ্চলে পাকিস্তানের (Pakistan) পক্ষ থেকে চালানো হয় বর্বর গোলাবর্ষণ (Shelling)।
আরও পড়ুন: India-Pakistan: তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক রাজনাথের! এবার কি বড় প্রত্যাঘাতের ছক?
এই কাপুরুষোচিত হামলায় প্রাণ হারান জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) প্রশাসনের অতিরিক্ত জেলা উন্নয়ন আধিকারিক রাজকুমার থাপা (Rajkumar Thapa)। সূত্রের খবর অনুযায়ী, তাঁর বাড়িতে মর্টার শেল আঘাত হানার পরই গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি।
কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে শোকজ্ঞাপন করে লেখেন, “রাজৌরিতে পাক হামলায় এক প্রশাসনিক দক্ষ আধিকারিকের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। গতকালই ভার্চুয়াল বৈঠকে দেখা হয়েছিল তাঁর সঙ্গে। আজ তিনি আমাদের মাঝে নেই! শোক প্রকাশের ভাষা নেই।”
সীমান্ত সংলগ্ন গ্রামগুলির ছবিও ভয়াবহ। একাধিক বাড়ি বিধ্বস্ত, জলের ট্যাঙ্ক ভেঙে পড়েছে। চাষের মাঠ, কাঁচা রাস্তা ও স্কুলের উঠোনে ছড়িয়ে ছিটিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। আতঙ্কে ফাঁকা হয়ে পড়েছে রাস্তাঘাট, ঘরের ভেতরেই বন্দি বহু পরিবার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এদিকে পালটা জবাব দিতে দেরি করেনি ভারত (India Pakistan Conflict)। শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে রাতভর প্রতিরোধ গড়ে তোলা হয়। গুজরাট, পাঞ্জাব ও রাজস্থানে সীমান্তবর্তী গ্রামেও পাকিস্তান ড্রোন পাঠানোর চেষ্টা চালালেও বেশিরভাগই মাঝপথে গুঁড়িয়ে দেওয়া হয়।