Sunday Weather Forecast : দক্ষিণবঙ্গে বজ্রঝড়ের সম্ভাবনা! কলকাতায় গরমের সঙ্গে হালকা বৃষ্টি

আবহাওয়া

নিউজ পোল ব্যুরো: রবিবার (Sunday Weather Forecast) দক্ষিণবঙ্গে বজ্রঝড়ের সম্ভাবনা! কলকাতায় গরমের সঙ্গে হালকা বৃষ্টি)পশ্চিমবঙ্গের আকাশে ফের একবার দেখা দিতে পারে মৌসুমি অস্থিরতা। আলিপুর আবহাওয়া দফতর (Sunday Weather Forecast) সূত্রে খবর, দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Weather Report: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহে জারি কমলা ও হলুদ সতর্কতা

বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিকেল গড়ালেই জমতে পারে মেঘ। তাপমাত্রা কিছুটা কমলেও গরমের অস্বস্তি বজায় থাকবে, কারণ আর্দ্রতার মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায়, শরীরচাপা গরম অনুভব করবেন বাসিন্দারা।অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা (Sunday Weather Forecast)। তবে দুপুরের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টির দেখা মিলতে পারে।

মালদা ও উত্তর দিনাজপুরেও আকাশ মেঘলা থাকবে বলেই পূর্বাভাস। তবে ভারী বৃষ্টির (heavy rain) কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন এলাকার তুলনায় পার্বত্য অঞ্চলে তাপমাত্রা থাকবে কিছুটা নিচুতে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি শহরে দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

কলকাতায়(Kolkata) গুমোট, বিকেলে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা শহরের ক্ষেত্রে রবিবার সকালের দিকে আবহাওয়া আংশিক মেঘলা থাকবে। দিনভর গরমের দাপট বজায় থাকবে। দুপুরের পর থেকে মেঘ জমার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হতে পারে।

বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে সন্ধ্যার দিকে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা (temperature )৩৬ ডিগ্রির আশপাশে থাকলেও, আর্দ্রতাজনিত অস্বস্তি শহরবাসীকে ভোগাবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৫ থেকে ৮৫ শতাংশের মধ্যে থাকবে বলে পূর্বাভাস।বিশেষজ্ঞদের মতে, একটি পশ্চিমী ঝঞ্ঝা জম্মু-কাশ্মীর ও পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে এবং তার প্রভাবে রাজ্যের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন এসেছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবাহিত হওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রঝড়ের সম্ভাবনা বাড়ছে। ফলে আলিপুর দফতর থেকে আগেই সতর্কতা জারি করা হয়েছে।

কৃষকদের উদ্দেশে জানানো হয়েছে, যাঁরা ধানের বীজতলা প্রস্তুত করছেন, তাঁদের যেন বজ্রবিদ্যুৎ বা দমকা হাওয়ার সময় মাঠে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।সতর্ক থাকুন, বজ্রপাতের সময় বাইরে বেরোবেন নাআবহাওয়াবিদদের মতে, এই সময় বজ্রপাতের প্রবণতা বেশি থাকে, বিশেষ করে দুপুর গড়ানোর পর। তাই খোলা আকাশের নিচে কাজ করছেন যাঁরা, তাঁদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন জরুরি। বৃষ্টির (rain fall )সঙ্গে দমকা হাওয়া বইলে পুরনো বাড়ির কাছে দাঁড়ানো, খোলা মাঠে থাকা বা বড় গাছের নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক হতে পারে। শহরে জল জমে থাকলে বৈদ্যুতিক খুঁটির কাছ থেকে দূরে থাকার নির্দেশও দিয়েছে প্রশাসন।মোটের উপর, রবিবারের (Sunday, )আবহাওয়া থাকবে চঞ্চল। কোথাও রোদ, কোথাও হালকা বৃষ্টি আবার কোথাও বজ্রঝড়। তাই ছাতা সঙ্গে থাকাই বুদ্ধিমানের কাজ। গরমে হাঁসফাঁস করতে করতে হালকা বৃষ্টির পরশ সাময়িক স্বস্তি দিলেও, সতর্কতা মেনে চলা ছাড়া উপায় নেই বলেই মত আবহাওয়াবিদদের।