নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সরকারি চিকিৎসকদের নির্দিষ্ট সময়ে কাজ করার বিষয়ে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের (Health Department) নতুন নির্দেশিকা অনুযায়ী, সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও মেডিকেল কলেজগুলিতে চিকিৎসকরা যথাযথভাবে ডিউটি করছেন কি না, তা নজরদারির আওতায় আনা হবে। চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতাল থেকে আগামী এক মাসের ডিউটি রোস্টার চেয়ে পাঠানো হয়েছে। সেইসঙ্গে সারপ্রাইজ ভিজিটের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ চালাবে স্বাস্থ্য দফতরের (Health Department) আধিকারিকরা।
Blood Pressure: রান্নাঘরের মশলা আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে পারে!
সাম্প্রতিক সময়ে সরকারি হাসপাতালগুলির একাধিক ঘটনা চিকিৎসকদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা, সদ্য ঘটে যাওয়া মেদিনীপুর মেডিক্যাল কলেজের ‘স্যালাইন কাণ্ড’ – সব মিলিয়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় শৃঙ্খলার অভাব স্পষ্ট হয়েছে। বারবার অভিযোগ উঠেছে, অনেক চিকিৎসক সরকারি ডিউটির সময় বেসরকারি হাসপাতালে বা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখছেন। আরজি কর আন্দোলনের সময়ও এই অভিযোগ সামনে এসেছিল, মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনাতেও একই অভিযোগ উঠেছে।
https://www.youtube.com/@newspolebangla
উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি হাসপাতালের নিয়ম মেনে ডাক্তারদের আট ঘণ্টা করে ডিউটি করার নির্দেশ দিয়েছেন। কিন্তু তাতেও অনিয়ম বন্ধ হয়নি বলে অভিযোগ। তাই এবার আরও কঠোর নজরদারির সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের এই নতুন পদক্ষেপের ফলে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে। চিকিৎসকদের দায়িত্ববোধ বাড়াতে এবং হাসপাতালের কাজের স্বচ্ছতা আনতে এই নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।