Bally Bridge: চালু বালি ব্রিজ

কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- কথা রাখল ভারতীয় রেল। ১০০ ঘণ্টা বন্ধ রেখে একদিকে ব্রিজের (Bally Bridge) কাজ অন্যদিকে রেলের কাজ এই দুইয়ের জন্য বন্ধ করে দিয়েছিল। সম্পূর্ণ যাতায়াত ব্যবস্থা গত ব-হস্পতিবার থেকেই, অবশেষে সময়ের মধ্যেই কাজ শেষ করে ফের চালু করে দেওয়া হল যাতায়াত ব্যবস্থা।

Blood Pressure: রান্নাঘরের মশলা আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে পারে!

নির্দেশ মতো দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া সমস্ত যানবাহন ঘুরিয়ে নিবেদিতা সেতু দিয়ে চলাচল করে। যাত্রীদের সমস্যার কারণে রেলিং কেটে রাস্তা গড়ে দিয়েছিল পুলিশ। অবশেষে কাজ সম্পূর্ণ হওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে। সংস্কারের কাজের জন্য ডানকুনি শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয় প্রায় ১০০ ঘণ্টা। ভোগান্তির অবসান ঘটে সোমবার সকাল থেকেই, স্বাভাবিক পথেই বালি ব্রিজ (Bally Bridge) হয়ে যানবাহন চলাচল করছে। সূত্রের খবর, বালি ব্রিজের পুরনো গার্ডার ও রেল ট্রাক পরিবর্তনের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে।

https://www.youtube.com/@newspolebangla

নিয়মমাফিক আবার ট্রেন চলাচল করছে স্বাভাবিক নিয়মেই। বালি ব্রিজেও যান চলাচল আগের মতোই সোমবার সকাল থেকে স্বাভাবিক হয়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, হাওড়ার দিকে বালি ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করছে। ট্রেন চলাচল শুরু হয়েছে। পুলিশের আধিকারিক ও রেল আধিকারিকরা রয়েছেন এলাকায়। অন্যদিকে, বৃহস্পতিবার থেকে যে ভোগান্তি শুরু হয়েছিল তা মিটেছে। বাস ও ট্রেন পরিষেবা সচল হওয়ায় খুশি এখন যাত্রীরা।

https://www.facebook.com/share/v/19GDUDSfiq/

বিবেকানন্দ সেতু (আগেকার নাম: উইলিংডন ব্রিজ বা বালি ব্রিজ) হল পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত একটি সেতু। এটি  হাওড়ার বালি ও উত্তর ২৪ পরগনার দক্ষিনেশ্বরকে যুক্ত করেছে। ১৯৩২ সালের ডিসেম্বর মাসে এই সেতুটি চালু হয়। এটি একটি মাল্টিস্প্যান স্টিল ব্রিজ।