নিউজ পোল স্পোর্টস ব্যুরো : ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার স্মৃতি মান্ধানা ফের একবার প্রমাণ করলেন কেন তিনি আধুনিক যুগের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার। ২০২৩ ও ২০২৪ সালে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ, তিনি দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা মহিলা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে তিনি ভারতের মহিলা ক্রিকেট ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে নিলেন। মহিলা ক্রিকেটে আইসিসির বর্ষসেরা ICC Player of the Year নির্বাচিত হওয়ার পর মান্ধানা বলেন, ‘এটি একটি অত্যন্ত গর্বের বিষয়। আমি খুবই খুশি যে আমি ভারতের জন্য এমন একটি সম্মান অর্জন করতে পেরেছি। আমি এটাই বিশ্বাস করি যে ক্রমাগত পরিশ্রম ও দলের সহায়তায় এমন সাফল্য সম্ভব।’

স্মৃতি মান্ধানা ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম বড় ভরসার নাম। বাঁ-হাতি এই ওপেনার তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ও ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে একাধিকবার দলকে জয়ের পথে এগিয়ে নিয়েছেন। ২০২৩ ও ২০২৪ সাল তার ব্যতিক্রম ছিল না। পুরো বছর জুড়ে ওয়ানডে ফরম্যাটে তিনি দারুণ ব্যাটিং করে ভারতকে গুরুত্বপূর্ণ সব ম্যাচে সাফল্য এনে দিয়েছেন। ২০২৩ ও ২০২৪ সালে ভারতের জার্সিতে একাধিক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন স্মৃতি মান্ধানা। তাঁর ব্যাটিং গড়, স্ট্রাইক রেট এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচে অবদান রাখার ক্ষমতা তাঁকে বাকিদের চেয়ে আলাদা করে তুলেছে।

তাঁর ২০২৩ ও ২০২৪ সালের পারফরম্যান্সের কিছু পরিসংখ্যান ——-
ম্যাচ: ১৫+
রান: ৭০০+
গড়: ৫০+
স্ট্রাইক রেট: ৯০+
ফিফটি ও সেঞ্চুরি: একাধিক
এমন ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই তিনি আইসিসির বর্ষসেরা ICC Player of the Year মহিলা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছে। স্মৃতি মান্ধানা প্রথমবার ২০১৮ সালে এই পুরস্কার জিতেছিলেন। এরপর পাঁচ বছর পর আবারও এই স্বীকৃতি অর্জন করলেন তিনি। ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে খুব কম ক্রিকেটারই দুবার এই পুরস্কার জিততে পেরেছেন। স্মৃতি মন্ধনার এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, এটি সমগ্র ভারতীয় নারী ক্রিকেটের জন্য গর্বের বিষয়। তার সাফল্য নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং মহিলা ক্রিকেটের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে।

দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়ে স্মৃতি মন্ধনা ভারতীয় ক্রিকেট ইতিহাসে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্স, আত্মবিশ্বাস ও ধারাবাহিকতা দেখিয়ে দিল যে তিনি কেবল বর্তমান সময়ের অন্যতম সেরা ক্রিকেটার নন, বরং ভারতীয় নারী ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পথপ্রদর্শক।