Accident: মুখোমুখি দুই বিমানের সংঘর্ষ! ভয়ঙ্কর দুর্ঘটনা

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: মাঝ আকাশে মুখোমুখি বিমান সংঘর্ষ, ভয়ঙ্কর দুর্ঘটনা (Accident) মার্কিন যুক্তরাষ্ট্রে। অনেকেরই মৃত্যুর আশঙ্কা। ওয়াশিংটনের কাছে রোনাল্ড রেগান জাতীয় বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনা (Accident)।

https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/

যাত্রীবাহী বিমান ও সেনা হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ (Accident) মাঝ আকাশে৷ এরই মধ্যে ওয়াশিংটনের কাছাকাছি এই বিমানবন্দর থেকে সব উড়ান ও অবতরণ বন্ধ করা হয়েছে। এখনও পর্যন্ত মৃতদের সংখ্যা জানা যায়নি। তৎপরতার সঙ্গে সামলানো হচ্ছে পরিস্থিতি।

চপার ও যাত্রীবাহী বিমান দু’টিই পোটোম্যাক নদীর উপরে থাকাকালীন ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনাটি (Accident)। ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে নামার সময় ঘটে দুর্ঘটনাটি। দুর্ঘটনার কবলে পড়া ওই যাত্রিবাহী বিমানটি ছিল আমেরিকান এয়ারলাইন্সের। ৫৩৪২ বিমানটি রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে নামার সময় ধাক্কা খায় সেনা চপারের সঙ্গে।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

যাত্রিবাহী বিমানটি অবতরণ করার আগেই আমেরিকার সেনার চপার সামনে চলে আসায় বিপত্তি। প্রাথমিক ভাবে খবর, এখনও পর্যন্ত দুইজনের মৃত্যু খবর মিলেছে। তবে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

বিবৃতি জারি আমেরিকার

ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন ডিসির বাইরে রেগান জাতীয় বিমানবন্দরের কাছে পোটোম্যাক নদীতে ভেঙে পড়া যাত্রীবাহী বিমানটি রানওয়ের কাছে যাওয়ার সময় একটি সিকরস্কি এইচ-৬০ হেলিকপ্টারের সঙ্গে মাঝ-হাওয়ায় সংঘর্ষে পড়ে। দুর্ঘটনার শিকার বিমানটি আমেরিকান এয়ারলাইন্সের।

যাত্রীবাহী বিমানটি আমেরিকার কানসাস সিটি শহর থেকে ওয়াশিংটন আসছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটন ডিসির বাইরে রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে অবতরণের আগে বিমানটি আকাশে মার্কিন সেনাবাহিনীর সিকোরস্কি এইচ-৬০ হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয় এবং পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে।

কানসাস থেকে মার্কিন সিনেটর রজার মার্শাল জানিয়েছেন, যাত্রীবাহী বিমানটি মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়েছে। বিমানটিতে ৬০ জন আরোহী ছিলেন। মার্শাল এক্স-এ লিখেছেন, ‘আজ আমরা এমন বিধ্বংসী খবর পেয়েছি যা দুঃস্বপ্নের চেয়ে কম নয়। কানসাসের উইচিটা থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে দেশটির রাজধানীতে যাওয়ার পথে একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়।’ ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে।