নিউজ পোল ব্যুরো: ফের ভয়াবহ দুর্ঘটনা ভারতীয় রেলে (Train Accident)। মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের ফতেপুরে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে সজোরে ধাক্কা মারে একটি মাল বোঝাই ট্রেনে (Train Accident)। ঘটনায় দুটি মালগাড়ির একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে। গুরুতর আহত দুই ট্রেনের চালক। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর সাড়ে চারটের দিকে। একটি মালগাড়ি সিগন্যালে দাঁড়িয়ে ছিল এবং একই সময়ে আসা অন্য একটি ট্রেন এসে সেটিকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনাটি ফতেপুরের শুজাতপুর এবং রুসালাবাদ স্টেশনের মাঝামাঝি জায়গায়, ডেডিকেটেড ফ্রেট করিডরে ঘটেছে, যেখানে কেবল মালগাড়ি চলাচল করে ফলে যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনও বাধা সৃষ্টি হয়নি।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/uVvk1b9UKnk
রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, দুর্ঘটনার পর দুটি মালগাড়ির একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে। সেগুলি সারানোর কাজ চলছে। ঘটনাস্থলে উপস্থিত রেল পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ এবং সিগন্যাল সম্পর্কিত সমস্যাও খতিয়ে দেখছেন পুলিশ। প্রাথমিক তদন্ত অনুযায়ী, দ্বিতীয় ট্রেনের চালক সিগন্যাল উপেক্ষা করে এগিয়ে এসেছিলেন। এই দুর্ঘটনায় দুই ট্রেনের চালক আহত হয়েছেন এবং তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: Shah Rukh-Gauri: শাহরুখ-গৌরীর প্রেমকাহিনির অজানা দিক
এই ঘটনায় ভারতীয় রেলের নিরাপত্তার ব্যবস্থার ওপর ফের প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক সিগন্যাল সিস্টেম এবং চালকদের প্রশিক্ষণের ওপর আরও গুরুত্ব দেওয়া উচিত। এই ধরনে দুর্ঘটনা রোধে রেলের নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দেওয়া উচিত।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1A1wpHjhAu/
এই ঘটনায় ভারতীয় রেলের নিরাপত্তার ব্যবস্থার ওপর ফের প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক সিগন্যাল সিস্টেম এবং চালকদের প্রশিক্ষণের ওপর আরও গুরুত্ব দেওয়া উচিত। এই ধরনে দুর্ঘটনা রোধে রেলের নিরাপত্তা ব্যবস্থার ওপর জোর দেওয়া উচিত।