Madhyamik: দেওয়া হবে না মাধ্যমিক!

breakingnews রাজ্য শিক্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ নামে ভুল ! একাধিক ছাত্র-ছাত্রীরা মাধ্যমিকে (Madhyamik) বসতে বাধা। স্কুলে কেঁদে-কেটেও মেলেনি পথ, অবশেষে তাই সমস্যা সমাধানে পাড়ি কলকাতায়। ভুল শোধরাতে সল্টলেকের ডিরোজিও ভবনে কাতর আরজি ছাত্র-ছাত্রীদের।

নিউজ পোল ইউটিউব লিংক:  https://youtu.be/uVvk1b9UKnk

এই বছরের (Madhyamik )শুরুতেই হয়েছিল অনলাইন এনরোলমেন্ট, সেখানেই ভুল রয়েছে অনেক। অনলাইন এনরোলমেন্টের কারণেই নামের ভুল হয়েছে বলে দাবি করেছেন অধিকাংশ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

সল্টলেকের ডিরোজিও ভবনের সামনে বিভিন্ন জেলা থেকে আসা স্কুল শিক্ষক শিক্ষিকারা এদিন এই বিষয়টিকে সামনে রেখেই অসন্তোষ প্রকাশ করতে থাকেন।

আরও পড়ুন: Shah Rukh-Gauri: শাহরুখ-গৌরীর প্রেমকাহিনির অজানা দিক

এদিন ডিরোজিও ভবনের সামনে জমায়েত করতে থাকেন বিভিন্ন স্কুল থেকে ছাত্রীদের সঙ্গে নিয়ে আসা শিক্ষক-শিক্ষিকারা। মূলত একই নাম হওয়ার কারণে কিংবা পাশে বাবার নাম না থাকার কারণে এডমিট কার্ডের মধ্যে ভুল হয়েছে।

তাছাড়া যেহেতু এবছর প্রথমবার অনলাইন এনরোলমেন্ট হয়েছে সে ক্ষেত্রে তো অনেক ছাত্রছাত্রী অ্যাডমিড কার্ডে নানারকম ভুল আছে। এ ছাড়া যারা আসল পরীক্ষার্থী তাদেরও অনেকের এডমিট কার্ড আসেনি।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক:  https://www.facebook.com/share/p/1A1wpHjhAu/

উল্লেখ্য, এদিন ডিরোজিও ভবনের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় কোনভাবেই এই ভুল এখন ঠিক করা সম্ভব নয়। অর্থাৎ আপাতত এই সমস্ত ছাত্র-ছাত্রীদের অন্ধকারেই কাটবে একটি বছর। কোনভাবেই পরীক্ষায় বসতে পারবেন না ভুল সংশোধন না করা মাত্র এমনটা স্পষ্ট করা হয়েছে ডিরোজিও ভবন থেকে।

এ বছরের মাধ্যমিক শুরু হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি। তার আগে মঙ্গলবার সল্টলেকে পর্ষদের সদর দফতরে এসে কিছু স্কুলের প্রধান শিক্ষকেরা অভিযোগ করেন, তাঁদের স্কুলে যে ছাত্রের নামে অ্যাডমিট কার্ড আসার কথা ছিল, তার নামে সেটি না এসে অন্য এক ছাত্রের নামে এসেছে, যার এ বার পরীক্ষা দেওয়ারই কথা নয়। এমন বিভ্রান্তি হয়েছে দুই ছাত্রের নাম একই হওয়ার কারণে। বাসন্তীর একটি স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘‘আমার স্কুলে একই নামে দু’জন পড়ুয়া আছে। এক জন নবম শ্রেণিতে পড়ে, অন্য জন দশম শ্রেণিতে। দশম শ্রেণির পড়ুয়াটির মাধ্যমিক দেওয়ার কথা। অথচ অ্যাডমিট কার্ড এসেছে নবম শ্রেণির পড়ুয়ার নামে। এ বার অনলাইনে ফর্ম পূরণ হয়েছে। অনলাইনে নাম পাঠাতে গিয়ে হয়তো কিছু ভুল হয়েছিল। সেটাই সংশোধন করতে এসেছি। কেন হবে না? এক জন ছাত্রের একটা বছর কেন নষ্ট হবে?’’