নিজস্ব প্র্রতিনিধি, হাওড়া: চাকা ঘুরতে ঘুরতে শতবর্ষ পার করল ই এম ইউ লোকাল ট্রেন পরিষেবা। এক শতাব্দী ধরে এই রেল পরিষেবা যাত্রাপথে হাজার প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতা সত্ত্বেও তার অগ্রগতি অব্যাহত রেখেছে। তবে, শতবর্ষ পার করলেও এখনও কিছু সমস্যা রয়ে গেছে। যেমন, দেরিতে ট্রেন আসা, যাত্রী সংখ্যা অনুযায়ী পর্যাপ্ত ট্রেন না থাকা এবং যাত্রী সুরক্ষা নিয়ে বিভিন্ন অভিযোগ, সেই অনুসারে রেল যে ১০০ শতাংশ স্বয়ং সম্পন্ন তা বলা যাবে না।
এদিকে হাওড়া স্টেশন থেকে বর্ধমান পর্যন্ত একটি নতুন অত্যাধুনিক ই এম ইউ ট্রেনের উদ্বোধন করা হয় এই বিশেষ দিনে। ট্রেনটি আধুনিক সুবিধা সমৃদ্ধ, যা যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে। পাশাপাশি, হাওড়া স্টেশনের পুরো চত্বর সাজানো হয় রেলের বিবর্তিত চিত্রগুলো দিয়ে, যা রেলের ইতিহাসের বিভিন্ন যুগের প্রতিফলন।
শতবর্ষ উদযাপন উপলক্ষে হাওড়া স্টেশনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কার, হাওড়া ডি আর এম এবং অন্যান্য রেল আধিকারিকরা।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কার বলেন, রেলের বিদ্যুতায়ন কাজ প্রায় ৯৯.৯৯ শতাংশ শেষ হয়ে গেছে। আরও উন্নত রেক এবং সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে ট্রেন চলাচলে দেরি এবং অন্যান্য সমস্যাগুলি দূর করার কাজ চলমান রয়েছে। তিনি জানান, যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষায় পূর্ব রেল সবসময় প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা প্রদান করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। তবে রেলের চলমান সমস্যাগুলোর জন্য পুরোপুরি সমস্যা সমাধানের জন্য আরও কিছু সময় লাগবে বলে মনে করা হচ্ছে।