অ্যাডমিট কার্ড থাকলেই লাগবে না বাসের ভাড়া

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তায় এবার এগিয়ে এল আরামবাগ বাস অ্যাসোসিয়েশন। আরামবাগ মহকুমা এবং আশপাশের এলাকার ছাত্রছাত্রীদের সুবিধার্তে বিশেষ উদ্যোগ নিয়েছে বাস মালিকরা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন, পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসের ভাড়া সম্পূর্ণ মকুব থাকবে। অর্থাৎ, পরীক্ষার্থীরা যেখান থেকেই বাসে উঠুক না কেন, তাঁদের কাছ থেকে কোনও ভাড়া নেওয়া হবে না। তবে, তাঁদের অবশ্যই অ্যাডমিট কার্ড দেখাতে হবে, তাহলেই বাস কনডাক্টররা ভাড়া নেবেন না।

এছাড়া, আরামবাগ বাসস্ট্যান্ডে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এই কথা ঘোষণা করেন বেশ কয়েকটি বাস মালিক সংগঠনের নেতারা। তাঁরা জানান, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে, পরীক্ষা চলাকালীন বাসগুলো পরীক্ষার্থী দেখলেই দাঁড়িয়ে পড়বে এবং তাঁদেরকে নির্দিষ্ট বাস স্টপেজ পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের কিছু এলাকার পরীক্ষার্থীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। আরামবাগের সাতটি বাস সংগঠন এবছর থেকে পরীক্ষার্থীদের সহায়তার জন্য এই উদ্যোগ নিয়েছে। সাংবাদিক সম্মেলনে আরামবাগ বাস ও মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মধুমিতা ভট্টাচার্য বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীরা যাতায়াত নিয়ে উদ্বিগ্ন থাকেন। তাই, তাঁদের কোন ধরনের অসুবিধা না হয়, এই জন্য বাস ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে, তিনি আরও জানান যে, পরীক্ষার্থীদের বাস কনডাক্টরের কাছে অ্যাডমিট কার্ড দেখাতে হবে, তাহলে তাঁদের ভাড়া মকুব হবে।

এছাড়া, তিনি আরও জানান, পরীক্ষার্থীরা যেখানে দাঁড়িয়ে থাকুন না কেন, তাঁদের হাত দেখালেই বাস থেমে যাবে এবং সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। বাস কর্মীদেরও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তাঁরা পরীক্ষার্থীদের সঙ্গে সদয় ব্যবহার করেন। মধুমিতা ভট্টাচার্য আরও বলেন, ‘পরীক্ষার সময় যানজট বৃদ্ধির আশঙ্কা রয়েছে, তাই প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে যাতে তাঁরা সতর্ক থাকে এবং পরীক্ষার সময় দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেয়।’ প্রায় ২০০টিরও বেশি বাস ওই সময় আরামবাগ মহকুমা, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার পরীক্ষার্থীদের সুবিধার্থে চলাচল করবে। এসব বাসে কোন ভাড়া লাগবে না। এলাকার বাস মালিক সংগঠনের এই উদ্যোগকে এলাকার মানুষজন ব্যাপক সমর্থন জানিয়েছেন। এছাড়া, আরামবাগ, খানাকুল, পুরশুড়া, গোঘাট এবং তারকেশ্বরসহ এই এলাকার বহু ছাত্রছাত্রীদের জন্য এটি অত্যন্ত সহায়ক পদক্ষেপ হয়ে দাঁড়িয়েছে। একে বিশেষভাবে প্রশংসা করেছেন শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা। এই প্রথমবারের মতো, এমন অভিনব উদ্যোগ নিলেন বাস মালিকরা, যা পরীক্ষার্থীদের জন্য বড় এক সহায়তা। এইভাবেই সব কিছু ভেস্তে যেতে পারে না। তা নিয়ে সম্ভবত কিছু হওয়ার নজির যদি‌ গড়া