নিউজ পোল ব্যুরো: বিশ্বজুড়ে মহাকাশ গবেষণায় ভারতীয় মহাকাশ (Space) গবেষণা সংস্থা (ইসরো) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে মহাকাশ (Space) গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করতে ইসরো নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী প্রজন্মকে মহাকাশ (Space) বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে এবং তাঁদের বিজ্ঞানচেতনা বিকাশের লক্ষ্যে ইসরো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এরই একটি অংশ হিসেবে, ইসরো এবং বিবেকানন্দ কেন্দ্রের বিজ্ঞান মিশন (ভিভিএম) পরিচালিত ‘স্পেস অন উইলস’ কর্মসূচি বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে শিক্ষার্থীদের মহাকাশ গবেষণা সম্পর্কে সচেতন করছে।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/uVvk1b9UKnk
এই কর্সূচির আওতায় ইসরোর বিশেষ ভ্রাম্যমান বাস সম্প্রতি এসে পৌঁছয় কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলে। বাসটি স্কুল প্রাঙ্গনে উপস্থিত হতেই শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের উপগ্রহ, উৎক্ষেপন যান, চন্দ্রযান, মঙ্গলযান, এবং বিভিন্ন ক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে হাতে – কলমে শেখানো হয়। পাশাপাশি এই সম্পর্কে তাঁদের সচেতনও করেন স্কুলের শিক্ষকরা। এদিন শুধু মহারাজ নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুল নয়, কোচবিহার শহরের মোট ১৩টি স্কুলের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়। পাশাপাশি, শিক্ষার্থীদের মধ্যে ক্যুইজ ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা তাঁদের বিজ্ঞানচেতনাকে আরও তীক্ষ্ন করে।
আরও পড়ুন: Shah Rukh-Gauri: শাহরুখ-গৌরীর প্রেমকাহিনির অজানা দিক
স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘দেশের পড়ুয়াদের মহাকাশ সম্পর্কে সচেতন ও উৎসাহী করতে ইসরোর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ইসরোর ভ্রাম্যমান বাসটি আমাদের স্কুলে আসায় আমরা গর্বিত।’ ইসরোর এই উদ্যোগ শুধুমাত্র শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলেছে না, বরং ভবিষ্যতে তাঁদের মহাকাশ গবেষণায় অবদান রাখার স্বপ্ন দেখাতেও সাহায্য করেছে।