বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বহু ঝুপড়ি

কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল কলকাতার নারকেলডাঙ্গা বস্তির বহু ঘরবাড়ি। রাত ১০টা নাগাদ খালপাড়ের ধারে হঠাৎ আগুন লাগে, যা মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর রূপ নেয়। প্রাথমিকভাবে ৩০টি ঝুপড়ি পুড়ে যাওয়ার খবর মিললেও, স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ৫০-এরও বেশি।

অত্যন্ত ঘনবসতিপূর্ণ এই বস্তিতে আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরগুলিতেও। আগুনের তীব্রতায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানেও আগুন লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের ১৬টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন যাতে নতুন করে আশেপাশের বাড়িগুলিতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে তৎপর হন দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সাহায্য করেন।

দমকল সূত্রে খবর, বস্তির ঘরগুলিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেশ বেগ পেতে হয়। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি, তবে বস্তির বহু মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন। এই বস্তিতে প্রায় ২০০টি ঝুপড়ি ছিল, যার মধ্যে আগুনে পুড়ে যাওয়া বাড়ির সংখ্যা অনেক বেশি বলে বাসিন্দারা দাবি করেছেন। তবে কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।