TET Result: টেট ২০২৩-এর ফল প্রকাশ নিয়ে জটিলতা

আইন কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ২০২৩ সালের টেট পরীক্ষার ফলাফল (TET Result 2023) প্রকাশ না হওয়ায় কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করেছেন পরীক্ষার্থীরা। বিচারপতি বিশ্বজিৎ বসু বোর্ডকে নির্দেশ দিয়েছেন, তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিয়ে জানাতে হবে কেন এখনও ফলাফল প্রকাশ (TET Result) করা সম্ভব হয়নি। ২০২৩ সালের ২৪ ডিসেম্বর টেট পরীক্ষা (TET Result) অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এখনও সেই পরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়ায় আবেদনকারীরা অন্যান্য নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। ফল প্রকাশের দাবিতে তাঁরা কলকাতা হাইকোর্টের(Kolkata High Court) দ্বারস্থ হন।

আরও পড়ুনঃ WB Budget 2025: ডিএ নিয়ে বড় ঘোষণা নবান্নের

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ওবিসি-এ এবং ওবিসি-বি (OBC and OBC-B) সংক্রান্ত একটি মামলায় ডিভিশন বেঞ্চের রায় রয়েছে, যার কারণে ফলাফল ঘোষণা করা যাচ্ছে না। তবে আবেদনকারীদের দাবি, ডিভিশন বেঞ্চের ওই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং শীর্ষ আদালত এখনও কোনও স্থগিতাদেশ (stay order) দেয়নি।বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন যে, বোর্ডকে তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে স্পষ্ট হলফনামা (affidavit) দিয়ে জানাতে হবে কেন ফলাফল প্রকাশ বিলম্বিত হচ্ছে।

আরও পড়ুনঃ Train Fire: নৈহাটি লোকালে আগুন, আতঙ্কে যাত্রীরা

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ওবিসি-এ এবং ওবিসি-বি (OBC and OBC-B) সংক্রান্ত একটি মামলায় ডিভিশন বেঞ্চের রায় রয়েছে, যার কারণে ফলাফল ঘোষণা করা যাচ্ছে না। তবে আবেদনকারীদের দাবি, ডিভিশন বেঞ্চের ওই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং শীর্ষ আদালত এখনও কোনও স্থগিতাদেশ (stay order) দেয়নি।বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন যে, বোর্ডকে তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে স্পষ্ট হলফনামা (affidavit) দিয়ে জানাতে হবে কেন ফলাফল প্রকাশ বিলম্বিত হচ্ছে।