চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে প্রথমবার মুখ খুললেন Bumrah, দিলেন বিশেষ বার্তা

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টের দ্বিতীয় দিনে পিঠে পুরনো চোটের জায়গায় ফের চোট পান জশপ্রীত বুমরাহ্ (Jasprit Bumrah)। ফলে ওই টেস্টে তো আর খেলা হয়ইনি, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) থেকেও ছিটকে গিয়েছেন ভারতের সেরা পেস অস্ত্র। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ তুর্কি হর্ষিত রানা।

আরও পড়ুন: IPL 2025: আইপিএলের শুরুতেই মেগা ক্ল্যাশ, নাইটদের মুখোমুখি বিরাটরা

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে যাওয়ার পর এই প্রথমবারের জন্য বুমরাহ্’র (Jasprit Bumrah) প্রতিক্রিয়া পাওয়া গেল। এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন বাদশাহ বুম। সেখান থেকেই সামাজিক মাধ্যমে একটি বার্তা দিলেন ক্রিকেট দুনিয়া এবং ভক্তদের উদ্দেশ্যে। সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন তিনি।

ছবিটিতে একটি ধূসর বাদামি রঙের টি-শার্ট এবং জ্যাকেট, কালো প্যান্ট এবং খয়েরি রঙের টুপি পরে বুমরাহ্কে (Jasprit Bumrah) আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ছবিটিতে তিনি ক্যাপশন দেন, “রিবিল্ডিং”। অর্থাৎ আগামী দিনের জন্য নতুন করে আবার তৈরি হচ্ছেন তিনি। জানা গিয়েছে, এনসিএতে স্ট্রেনথ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনম আর ফিজিও তুলসী রাম যুবরাজের তত্ত্বাবধানে বুমরাহ্ রিহ্যাব করছেন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এর আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই ছবি দেখা গিয়েছিল। পিঠে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন বুমরাহ্ (Jasprit Bumrah)। পরিণতিতে কোনও মতে সেমিফাইনালে উঠলেও তারপর ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের লজ্জার হার বরণ করতে হয়। বুমরাহ্ না থাকায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানও অনেকটা ফিকে হয়ে গিয়েছে বলে করছে বিশেষজ্ঞ থেকে সাধারণ ভক্ত।