নিউজ পোল ব্যুরো: ছুটির দিনে শহর কলকাতায় (Kolkata) মর্মান্তিক দুর্ঘটনা(accident)। স্কুটি ও লরির সংঘর্ষে মৃত্যু হল বাবা-মা ও মেয়ের। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ দক্ষিণেশ্বরে দিক থেকে এয়ারপোর্টের দিকে স্কুটিতে করে আসছিল বাবা-মা এবং মেয়ে। সেই সময় পিছন দিক থেকে একটি লরি দ্রুতগতিতে স্কুটির পেছনে ধাক্কা মারে। লরির ধাক্কার জেরে স্কুটি থেকে লরির চাকার তলায় পড়ে পিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়। তিনজনের মৃতদেহ বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে।
লরিটি আটক করেছে পুলিশ। চালক পলাতক। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার পুলিশ। কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে এয়ারপোর্ট থানার পুলিশ।