Joy Goswami: ‘ঘাসফুল’ নিয়ে নতুন বাংলা সিনেমা! কোন রহস্য ফাঁস করলেন জয় গোস্বামী?

বিনোদন

নিউজ পোল ব্যুরো: আধুনিক যুগে কবিতা(Poetry) পড়ার মতো সময় মানুষের হাতে খুব কমই আছে। ব্যস্ততার এই সময়ে কেউ কি আর কবিতার(Poetry) অন্তর্নিহিত অর্থ বোঝার জন্য থামে? এমনই দুঃখ প্রকাশ করেছেন জনপ্রিয় কবি জয় গোস্বামী(Joy Goswami)। তাঁর কালজয়ী সৃষ্টি ‘বৃষ্টি ভেজা বাংলা ভাষা’, ‘একটি বৃষ্টির সন্ধ্যা’ ও ‘ঘাসফুল’-এর মতো অনবদ্য সৃষ্টি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তবু তিনি(Joy Goswami) মনে করেন, আজকের দিনে কবিতার মাধুর্য অনেকটাই হারিয়ে গিয়েছে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া(Social Media) প্ল্যাটফর্মে জয় গোস্বামী জানান, তিনি আর কবিতা লিখবেন না। কারণ, তাঁর(Joy Goswami) মতে, এই সময়ে কবিতার পাঠক খুবই কমে গিয়েছে। এমন এক সময়েও, তাঁর(Joy Goswami) অসামান্য সৃষ্টি ‘ঘাসফুল’ বাংলা সাহিত্যের অঙ্গনে বিশিষ্ট স্থান অধিকার করে আছে। তবে কবিতার পাঠক কমলেও তাঁর সৃষ্টির প্রতি ভালোবাসা যেন মলিন হয়নি। ‘ঘাসফুল’ নামক বড় গল্পকে কেন্দ্র করে শীঘ্রই শুরু হতে চলেছে এক নতুন বাংলা মেগাসিরিয়াল(Megaserial)। সিরিয়ালের প্লট তৈরি হবে এই গল্পের মূল ভাবনা ও চরিত্রগুলিকে ঘিরে। জয় গোস্বামীর এই গল্প এবার নতুন রূপে টেলিভিশনের পর্দায় প্রাণ পাবে। তাঁর(Joy Goswami) রচিত সাহিত্য এবার বাংলা মেগাসিরিয়ালের খাতায় জায়গা করে নিচ্ছে।

উত্তর কলকাতার(North Calcutta) বিডন স্ট্রিটের এক অলি, বিকেল সাড়ে তিনটা। ছাতুবাবু-লাটুবাবুর বাড়ির বিপরীত দিকে এক সরু গলির মধ্যে, এক লাল মার্বেলের মেঝে ঘর, যেখানে রয়েছে একটি ছোট্ট উঠোন। এই বাড়ির একতলায় আজও জমে উঠেছে ভিড়। কারণ, সেখানে বসে আছেন কবি জয় গোস্বামী, ক্যামেরার সামনে। পরিচালক শৈবাল মিত্রের(Shaibal Mitra) সিনেমা ‘ঘাসফুল’-এ তিনি(Joy Goswami) অভিনয় করছেন। এই ছবির গল্পও তাঁরই লেখা, আর পর্দায় তাঁর সঙ্গী দেবশঙ্কর হালদার(Debshankar Halder)। প্রথম প্রশ্নটি ছিল, “কবি জয় গোস্বামী কি সত্যিই অভিনয় করছেন?” কবি নিজেই ব্যাঙ্গ করে বললেন, “হ্যাঁ, অভিনয় করছি! আমি একটি দৃশ্যে কবিতা পড়ব, আর আমার সঙ্গী হবেন পর্দার কবি ‘সোমেশ্বর বসু’, যাঁর চরিত্রে দেবশঙ্কর হালদার(Debshankar Halder)। আমরা দুই কবি সাদা পাঞ্জাবিতে সেজে একে অপরের সঙ্গে বসে কবিতার আবৃত্তি করব, আর সেটি ক্যামেরায় ধারণ হবে।”

ঘাসফুল’ ছবির কাহিনি কবি এবং তাঁর লেখার অনুরাগী নারী নিয়ে। কবি জয় গোস্বামী(Joy Goswami) নিজেই বললেন, “আমি তাঁর নাম দিয়েছি ‘ঘাসফুল’। তিনি সত্যিই ছিলেন এবং এখনো তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করি।” দেবশঙ্কর হালদারও(Debshankar Halder) কথা বললেন। তিনি বললেন, “এমন অজস্র ‘ঘাসফুল’ সময় সময়ে আমার জীবনেও ফুটেছে। তবে তাঁদের নাম বলতে চাই না। আপনি হয়তো তাঁরা ‘গোলাপ’ বা ‘পদ্ম’ না হতে পারেন, কিন্তু একেবারে নীরবে, তাঁদের উপস্থিতি আমাদের জীবনে থাকে। তাঁরা আক্ষরিক অর্থেই ‘ঘাসফুল’।”কিন্তু বাস্তবে, এমন ঘটনার জন্য জোর করে ছুটে গিয়েছিলেন কবি জয়! ‘ঘাসফুল’-এর এই ডাকেই, তিনি(Joy Goswami) ছিলেন সেই সময়ের এক অমূল্য অংশ।