নিউজ পোল স্পোর্টস ব্যুরো: ভারতীয় অলিম্পিক্স সংস্থার (IOA) সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করলেন মেরি কম (Mary Kom Resigns)। আইওএ’র অ্যাথলিটস কমিশনের (Athletes Commission) চেয়ারপার্সন (Chairperson) এবং সংস্থার কার্যনির্বাহী কমিটির (Executive Committee) সদস্য পদে ছিলেন এই কিংবদন্তি (Legend) বক্সার (Boxer)। দুটি পদ থেকেই রবিবার ইস্তফা (Resignation) দিয়েছেন তিনি। যা প্রকাশ্যে এসেছে সোমবার। যদিও পদত্যাগের নির্দিষ্ট কোন কারণ দেখাননি তিনি।
আরও পড়ুন: Dubai Pitch: দুবাইয়ে ব্যবহৃত পিচে পাঁচ স্পিনার নিয়ে সমস্যায় ভারত?
রবিবার রাতে অ্যাথলিটস কমিশনের (AC) হোয়াটসঅ্যাপ গ্রুপে (WhatsApp Group) ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার (Mary Kom Resigns) জানান, “আইওএ’র সঙ্গে ভাল সময় কাটালাম। এখানে খুব ভাল অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু দুঃখের সঙ্গে আমি দায়িত্ব ছাড়ছি। আমি পদত্যাগ করছি। শুভেচ্ছা রইল আইওএ’র (IOA) জন্য।“
মেরি (Mary Kom Resigns) স্পষ্টভাবে কিছু না জানালেও সূত্র মারফত খবর যে আইওএ’র অ্যাথলিটস কমিশন (AC) সেভাবে সক্রিয় নয়। এই কমিটি তৈরি হওয়ার পর থেকে সেরকম কোন কাজও হয়নি। প্রাথমিকভাবে কিছু মিটিং (Meeting) হলেও পরের দিকে আর কিছুই হয়নি। যা নিয়ে বহুবার সোচ্চার হয়েছেন কমিটির প্রাক্তন সদস্য (Ex Officio Member) অভিনব বিন্দ্রা (Abhinav Bindra)। এই কমিটির সহ-সভাপতি (Vice-president) পদে রয়েছেন টেবিল-টেনিস তারকা শরথ কমল। এছাড়াও ওম প্রকাশ কারহানা, শিবা কেশভন, গগন নারাং, বজরং লাল, পিভি সিন্ধু, ভবানী দেবী এবং রানি রামপল রয়েছেন এই কমিটিতে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
২০২২ সালে পিটি উষা (PT Usha) ভারতীয় অলিম্পিক্স সংস্থার (IOA) মাথায় বসলে ১০ সদস্যের এই অ্যাথলিটস কমিশন (AC) গঠন করা হয়েছিল ক্রিড়াবিদদের (Athletes) কথা ভেবে। তাঁদের অভাব-অভিযোগ-প্রয়োজনীয়তার কথা আইওএ -তে পৌঁছে দেওয়াই প্রধান কাজ এই কমিশনের। কিন্তু আইওএ’র সভাপতি (President) পিটি উষা এবং কার্যনির্বাহী কমিটির মধ্যে দূরত্বের কারণে এই কমিশন সেভাবে কার্যকরী হয়নি। এই কারণেই মেরি (Mary Kom Resigns) দায়িত্ব ছাড়লেন কিনা তা স্পষ্ট নয়। তবে সরকারিভাবে তিনি এখনও কোন চিঠি দেননি আইওএ’র কাছে। ফলে তাঁর ইস্তফা গৃহীত হবে কিনা সেই বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি অলিম্পিক্স সংস্থা।