নিউজ পোল স্পোর্টস ব্যুরো: ফের শোকের ছায়া ভারতীয় ক্রিকেট। প্রয়াত হলেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন নির্বাচক মিলিন্দ রেগে (Milind Rege)। বুধবার সকালে নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
আরও পড়ুনঃ Champions Trophy: ২০০৮ নবরূপে ফিরে এল ২০২৫ হয়ে, এখন শেষরক্ষা হলে হয়
মুম্বই দলে সুনীল গাভাস্কারের (Sunil Gavaskar) সঙ্গে একসঙ্গে খেলেছেন অফস্পিনিং অলরাউন্ডার মিলিন্দ (Milind Rege)। ব্যক্তিগত জীবনেও তাঁরা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। শুধু তাই নয়। স্কুল-কলেজে সহপাঠী ছিলেন তাঁরা। দুজনেই ছিলেন সেন্ট জেভিয়ার্স হাইস্কুল এবং সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র। এমনকি এও শোনা যায় যে ইন্টার স্কুল ক্রিকেট খেলার সময় মিলিন্দের কথাতেই গাভাস্কার ওপেন করা শুরু করেন। মুম্বইয়ের প্রাক্তন অধিনায়কের মৃত্যুতে স্বভাবতই শোকে মূহ্যমান ভারতের প্রাক্তন অধিনায়ক।
দীর্ঘদিন নির্বাচক এবং জাতীয় নির্বাচকের পদে থাকার পাশাপাশি ক্রিকেট উন্নয়ন কমিটির সদস্যও ছিলেন মিলিন্দ (Milind Rege)। তবে তাঁর ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত হয়নি। ১৯৬৭-৬৮ থেকে ১৯৭৭-৭৮ পর্যন্ত ৫২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ১২৬ উইকেট নিলেও মাত্র ২৬ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে তাঁর সম্ভাবনাময় কেরিয়ারের অকালমৃত্যু ঘটে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
তবে মুম্বই ক্রিকেটের নির্বাচক হিসেবে মিলিন্দ রেগের রেকর্ড বেশ উজ্জ্বল। সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar) প্রথমবার মুম্বইয়ের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন ১৯৮৮-৮৯ মরশুমে। তখনও মিলিন্দ ছিলেন নির্বাচক। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুম্বই ক্রিকেট সংস্থার (MCA) সভাপতি অজিঙ্ক নায়ক। উল্লেখ্য, মাত্র কিছুদিন আগেই ওয়াংখেড়ে স্টেডিয়ামের (Wankhede Stadium) ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে যে কজন প্রাক্তন ক্রিকেটারকে সম্মান জানানো হয় তাঁদের মধ্যেও ছিলেন মিলিন্দ রেগে।