নিউজ পোল স্পোর্টস ব্যুরো: ক্রিড়াবিদদের (Sportsperson) কাছে খেলার মাঠটাই তাদের জীবন। কিন্তু এই খেলার মাঠই অনেক সময় কেড়ে নিয়েছে কতশত তরতাজা প্রাণ। ডেম্পোর (Dempo SC) জুনিয়র (Cristiano Junior) থেকে অজি (Aussie) ওপেনার ফিল হিউজ (Phil Hughes) মৃত্যুর কোলে ঢলে পড়েছেন খেলার মাঠেই। এবার এই তালিকায় সংযোজিত হল রাজস্থানের পাওয়ার লিফ্টার (Powerlifter) ইয়াশতিকা আচারিয়ার (Yashtika Acharya) নাম। অনুশীলনের (Training) সময় ২৭০ কেজির রড (270 KG Rod) ঘাড়ে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটল মাত্র ১৭ বছর বয়সী এই ক্রীড়াবিদের।
আরও পড়ুন: East Bengal: ইস্টবেঙ্গলের ট্রফি জয়ের ভাগ্য এখন আদালতের হাতে
মঙ্গলবার জিমে অনুশীলন করছিলেন জাতীয় যুব গেমসে (Junior National Athletics Championships) স্বর্ণপদক (Gold Medal) বিজয়ী ইয়াশতিকা (Yashtika Acharya)। তার ট্রেনার (Trainer) ২৭০ কেজির রড দিয়ে অনুশীলন করাচ্ছিলেন তাকে। সেই সময় হঠাৎ ভার (Weight) রাখতে না পারলে ইয়াশতিকার ঘাড়ে পড়ে যায় রডটি। মুহূর্তেই তার ঘাড়ের হাড় (Neckbone) ভেঙে যায়। সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিকানেরের নয়া শহর থানার ভারপ্রাপ্ত আধিকারিক (SHO) বিক্রম তিওয়ারি (Vikram Tiwari) তরুণী পাওয়ার লিফ্টারের মৃত্যুর খবর জানিয়ে বলেন, ইয়াশতিকার (Yashtika Acharya) পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ জানানো হয়নি এই ঘটনা প্রসঙ্গে। বুধবার ময়নাতদন্তের (Postmortem) পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। এই ঘটনা নাড়িয়ে দিয়েছে সারা দেশকে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
খেলার মাঠে মৃত্যু নতুন কোন ঘটনা নয়। কিন্তু একটার পর একটা ঘটনা দেখিয়ে দিয়ে যায় গলদটা কোথায়। প্রতিটা দুর্ঘটনার থেকেই শিক্ষা নেওয়া হয়। তারপরেও অকালে ঝড়ে যেতে থাকে ইয়াশতিকারা (Yashtika Acharya)। দেশের জিমগুলি কি এরপরেও সচেতন হবেন না?