NRI Sheet Scam: ভুয়ো শংসাপত্র কাণ্ডে শহর কলকাতায় ইডির ম্যারাথন তল্লাশি

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: শহর কলকাতা ফের ইডি (Enforcement Directorate) তল্লাশির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ভুয়ো শংসাপত্রের মাধ্যমে ডাক্তারি পড়াশোনা করার অভিযোগে ইডি ম্যারাথন তল্লাশি চালাচ্ছে(NRI Sheet Scam)। অভিযোগ উঠেছে যে, NRI SHEET SCAM মামলার আওতায় (NRI Sheet Scam Case) নন রেসিডেন্ট ইন্ডিয়ান (Non-Resident Indian বা NRI) কোটায় ভুয়ো শংসাপত্র দাখিল করে বেশ কিছু পড়ুয়া ডাক্তারি পড়াশোনা করছেন। ইডি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শহর এবং জেলার মোট ৬টি জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে(NRI Sheet Scam)। এর মধ্যে বাগুইআটির কেষ্টপুর, কাকদ্বীপ এবং পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি স্থানের নাম উঠে এসেছে। অভিযোগ, বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা নিজেদের বাড়ির সদস্য এবং পরিচিত ছেলে-মেয়েদের ডাক্তারি পড়াশোনায় সুযোগ পাইয়ে দিতে ভুয়ো শংসাপত্র তৈরি করিয়েছেন(NRI Sheet Scam)।

কেষ্টপুর এলাকায় বৃহস্পতিবার সকালে ইডি এক চিকিৎসকের বাড়িতে অভিযান চালায়। জানা গেছে, এই চিকিৎসকের নাম সুভাশিষ চক্রবর্তী। ইডি(Enforcement Directorate) আধিকারিকরা তার বাড়িতে গিয়ে সমস্ত নথি খতিয়ে দেখছেন(NRI Sheet Scam)। সুভাশিষ চক্রবর্তীর মেয়ে বর্তমানে ডাক্তারি পড়াশোনা করছেন। অভিযোগ, কত টাকার বিনিময়ে এই ভুয়ো শংসাপত্রের মাধ্যমে তিনি সুযোগ পেয়েছেন, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে ইডি(NRI Sheet Scam)।তদন্তকারী দল সুভাশিষ চক্রবর্তীর সমস্ত ব্যাংক লেনদেন, মোবাইল ফোন এবং ইমেল নজরদারি করছে। তল্লাশির পাশাপাশি, সুভাশিষ চক্রবর্তীকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি(Enforcement Directorate) সূত্রে আরও জানা গিয়েছে, সুভাশিষ চক্রবর্তী(Subhashis Chakraborty) পূর্ব মেদিনীপুর জেলার একটি সরকারি হাসপাতালের চিকিৎসক। এই ঘটনা(NRI Sheet Scam) প্রকাশ্যে আসার পরই ডাক্তারি শিক্ষায় ভুয়ো শংসাপত্রের(NRI Sheet Scam) মাধ্যমে NRI কোটা অপব্যবহারের বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনার(NRI Sheet Scam) পেছনে আরও কেউ জড়িত আছে কিনা এবং কীভাবে এই জালিয়াতি এতদিন ধরে চালিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে ইডি। NRI কোটা অপব্যবহারের(NRI Sheet Scam) বিষয়টি নিয়ে ইডি আরও তদন্ত চালাবে বলে জানা গেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) এই ধরনের জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।